Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়পুরহাট আইনজীবী সমিতির নির্বাচন

সভাপতি আ.লীগের সম্পাদক বিএনপির

জয়পুরহাট জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

জয়পুরহাট আইনজীবী সমিতির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন বিএনপি প্যানেলের আইনজীবী প্রার্থীরা। এ নির্বাচনে সমিতির ১১ সদস্যের মধ্যে সাধারণ সম্পাদকসহ মোট ৯টি পদে বিএনপির প্রার্থী ও সভাপতিসহ ২ পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন।

আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার আব্দুর রহমান জানান, গত শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট চলে। পরে ভোট গননা করে এ ফলাফল ঘোষণা করা হয়। বিএনপি প্যানেলের সাধারণ সম্পাদক পদে শাহনূর রহমান শাহিন, সহ-সভাপতি পদে আলমগীর কবির, অর্থ সম্পাদক পদে এ কে এম আবু সুফিয়ান পলাশ, নিরীক্ষা সম্পাদক পদে আব্দুল মোমিন হামিদুল, সদস্য পদে নুরে আলম সিদ্দিক, শহিদুল ইসলাম, গোলাম মওদুদ, শাহরিয়া নির্বাচিত হন।
আওয়ামী লীগ প্যানেল থেকে নির্বাচিতরা হলেন- সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি) আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নিগার সুলতানা রিক্তা নির্বাচিত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইনজীবী-সমিতির-নির্বাচন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ