Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

এজিয়ান সমুদ্রে বোট সংঘর্ষে ৪ জনের মৃত্যু

প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : এথেন্সের কাছে এজিয়ান সাগরে দুর্ঘটনায় চার ব্যক্তি মারা গেছেন। এদের মধ্যে নয়বছর বয়সী এক শিশুও রয়েছে। বিবিসি বলছে, এই দুর্ঘটনায় চারব্যক্তি আহত হয়েছেন বলে গ্রিক উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এজিনা দ্বীপের কাছে পর্যটকদের বহনকারী একটি নৌকা ও একটি স্পিডবোটের মধ্যে সংঘর্ষ হলে হতাহতের এই ঘটনা ঘটে। উপকূলরক্ষীদের পাশাপাশি বেসরকারি নৌকাগুলোও এ সময় উদ্ধার কাজে এগিয়ে আসে। প্রায় ২১ জনকে সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে। এজিনার মেয়র দিমিত্রিস মৌর্তিজ জানিয়েছেন, বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। পর্যটকদের বহনকারী নৌকায় ২০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। তারা এজিনা দ্বীপ খেকে কাছের জনপ্রিয় জনবসতিহীন ছোট্ট দ্বীপ মোনির উদ্দেশে যাচ্ছিলেন। তবে ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তার এখনো পরিষ্কার নয়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এজিয়ান সমুদ্রে বোট সংঘর্ষে ৪ জনের মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ