Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

জন্ম দিয়েছে বিভক্তি, সহিংসতা ও যন্ত্রণার

বিশ্ব গণমাধ্যমে ‘বিশৃঙ্খল’ মার্কিন নির্বাচন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

মার্কিন নির্বাচনের ভোট গণনা এখনো চলছে। এরইমধ্যে জয়ের জন্য আইনি লড়াই শুরু করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্ব মিডিয়াতে এমন অবস্থাকে ‘বিশৃঙ্খল’ হিসেবে তুলে ধরা হয়েছে। চীনের জাতীয়তাবাদী ট্যাবলয়েড গ্লােবাল টাইমস লিখেছে, এবারের মার্কিন নির্বাচন যুক্তরাষ্ট্রে বিভক্তি, সহিংসতা ও যন্ত্রণার জন্ম দিয়েছে। এটিকে ‘বিনোদন’ হিসেবে দেখছে গণমাধ্যমটি। ইরানের গণমাধ্যমগুলোতেও মার্কিন নির্বাচনের সহিংস অবস্থা তুলে ধরা হয়েছে। এতে প্রাধান্য পেয়েছে রাস্তায় চলমান বিক্ষোভ এবং ভোট গণনার প্রক্রিয়া। রেডিও ইরানে মার্কিন নির্বাচন নিয়ে চলমান সংকটের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। অপরদিকে, রাশিয়ার গণমাধ্যমে মার্কিন নির্বাচন নিয়ে তেমন কোনো সংবাদ নেই। সেখানে করোনাভাইরাস পরিস্থিতি খারাপ হচ্ছে। ক্রেমলিনপন্থী গণমাধ্যমগুলো ম‚লত তা নিয়েই রয়েছে। তবে বেশিরভাগ চ্যানেলেই ট্রাম্পের তোলা ভোট কারচুপির অভিযোগ প্রচার করা হচ্ছে। রুশ গণমাধ্যমগুলোতে কাউকে সমর্থন দেয়ার বিষয়ে সতর্কতা অবলম্বন করতে দেখা গেছে। ইতালির গণমাধ্যমেও মার্কিন নির্বাচনের নেতিবাচক দিকটিই উঠে এসেছে। দেশটির করি ডেলা সেরা এই নির্বাচনকে গণতন্ত্রের জন্য কঠিন পরীক্ষা হিসেবে আখ্যায়িত করেছে। বলা হয়েছে, এই নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সিস্টেমের শক্ত দিক ও দুর্বলতা উভয়ই স্পষ্ট হয়ে গেছে। মার্কিন নির্বাচনের খবর গুরুত্ব পেয়েছে ইসরাইলি ও ফিলিস্তিনি গণমাধ্যমেও। ইসরাইলের সঙ্গে ট্রাম্প প্রশাসনের যে দারুণ সম্পর্ক ছিল তা বাইডেনের সঙ্গেও থাকবে কিনা সেটিও আলোচিত হচ্ছে। অপরদিকে ফিলিস্তিনি গণমাধ্যমে ট্রাম্প ও বাইডেনের নীতি নিয়ে আলোচনা বেশি হচ্ছে। গণমাধ্যমগুলো বলছে, প্রশাসন পরিবর্তন হলেও ইসরাইলকে সমর্থন দেয়া থামাবে না যুক্তরাষ্ট্র। গ্লোবাল টাইমস, ইরনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সহিংসতা-যন্ত্রণার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ