Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাওলানা আব্দুর রহমান আজাদ, আপনাকে স্যালুট: ফারুকী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২০, ১২:০৬ পিএম

সম্প্রতি রাজধানীতে তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠীদের জন্য দেশে প্রথমবারের মতো চালু হয়েছে একটি মাদ্রাসা। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি আবদুর রহমান আজাদ।

মুফতি আবদুর রহমান আজাদের এ উদ্যোগের ভুয়সি প্রসংশা করেছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। গতকাল তিনি তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে মাওলানা আজাদকে স্যালুট জানিয়েছেন।

দৈনিক ইনকিলাব পাঠকদের জন্য সেই ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। ‍“আসুন আমরা মাওলানা আব্দুর রহমান আজাদের কথা বলি, তাঁর মানবিক বোধের কথা বলি!

সামাজিক ট্যাবুর বাইরে গিয়া ট্রান্সজেন্ডারদের জন্য ধর্মীয় শিক্ষার জায়গা তৈরী করা মোটামুটি একটা বিপ্লবই বটে! আপনি যদি এইটা মাথায় রাখেন যে আমরা সেই সমাজের কথা বলছি, যেখানে আমরা এইরকম কথাও শুনেছি- কেউ যদি সকালে বের হয়েই হিজড়া দেখে তাহলে তার সারা দিন কুফা যাবে!

মাওলানা আব্দুর রহমান আজাদ, আপনাকে স্যালুট! শফিকুল আলম ভাইকে টুপি খোলা সালাম এইটা নিয়ে রিপোর্ট করার জন্য!”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফারুকী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ