Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অটোমানের পর প্রথম মসজিদ পেল এথেন্স

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২০, ১২:৪৬ পিএম

দীর্ঘ চেষ্টার পর অবশেষে এথেন্স প্রথম মসজিদ পেল। অটোমান সাম্রাজ্যের পতনের পর থেকে গ্রিসের রাজধানী এথেন্সে একটিও মসজিদ নির্মিত হয়নি বা নির্মাণের অনুমোদন পায়নি। তবে ইউরোপের ইসলাম বিমুখ এই দেশটিতে প্রথমবারের মতো দীর্ঘ চেষ্টার ফল হাতে-নাতে পেলেন মুসলিমরা।

মঙ্গলবার এথেন্সে উদ্বোধন করা হল সরকার স্বীকৃত একটি মসজিদ।

ইগ্রক দৈনিক একাথিমেরিনি জানায় কোভিড পরিস্থিতি বিবেচনায় সামাজিক দুরত্ব বজায় রেখেই প্রথমবারের মসজিটিতে নামায হয়েছে।

গ্রিক সরকারের তত্ত্বাবধানে ইলিওনাস অঞ্চলের উদ্বাস্তু শিবিরের পাশে তৈরি এই মসজিদে একসঙ্গে ৩৫০জন মুসল্লি নামায আদায় করতে পারবেন।

জানা যাচ্ছে এথেন্সের এই মসজিদটি তৈরির পরিকল্পনা প্রথম হাতে নেওয়া হয়েছিল ২০০৬ সালে এবং ইবাদতগাহের প্রতিষ্ঠায় বরাদ্দ হয়েছিল ১.০৪ মিলিয়ন ডলার।

তবে আমলাতান্ত্রিক বাধা উগ্র ডানপন্থীদের দৈৗরত্ম্য এবং আইনি জটিলতার দরুন মসজিদ নির্মাণ কাজ থমকে ছিল। গ্রিসের ধর্মমন্ত্রকের মহাসচিব গিয়র্গস কালান্তজিস বূেলন ‘বিগত ১৪ বছরে দফায় দফায় সরকারি উদ্যোগে আইন পাস হয়েছে। গ্রিস দেশের ভেতর ও বাইরে গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতার সুস্পষ্ট বার্তা দিয়েছে।’ পুবের কলম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রিস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ