Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিরেই বার্সার ত্রাতা টের স্টেগেন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২০, ১২:১৫ এএম

ফিরেই বার্সার ত্রাতা টের স্টেগেনঅসাধারণ খেলেছেন অধিনায়ক লিওনেল মেসি। গোলও দিয়েছেন। দারুণ এক গোল দিয়েছেন জেরার্ড পিকেও। কিন্তু তারপরও বার্সেলোনার ম্যাচ জয়ের নায়ক গোলরক্ষক মার্ক-আন্দ্রেস টের স্টেগেন। অথচ আড়াই মাসেরও বেশি সময় পর মাঠে ফিরলেন তিনি। আর ফিরেই ঠেকালেন দলের হার। চারটি অবিশ্বাস্য সেভ করেছেন এ জার্মান তারকা। যার প্রত্যেকটিই গোল হতে পারতো। ফলে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে স্প্যানিশ দলটি। গতপরশু রাতে ক্যাম্প ন্যুতে ডায়নামো কিয়েভকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।
ঘরের মাঠে এদিন ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। সফল স্পটকিকে দলকে এগিয়ে দেন মেসি। বল নিয়ে ডি-বক্সে ঢোকার মুখে তাকে ডেনিস পোপভ ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। চলতি মৌসুমে এটা তার পঞ্চম গোল। বার্সার জার্সিতে চতুর্থ। আর এ সবগুলো গোলই এসেছে পেনাল্টি থেকে। তবে ১৭তম মিনিটে ফাতির সঙ্গে দেওয়া নেওয়া মেসির কোণাকোণি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে মৌসুমের প্রথম ফিল্ড গোল পেতে পারতেন মেসি। ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সা। আনসু ফাতির ক্রস থেকে লাফিয়ে উঠে দারুণ এক হেডে বল জালে জড়ান পিকে। তবে ৩৫তম মিনিটে ভিতালি বুয়ালস্কি, ৪৬তম মিনিটে ভিক্তর টিসিগানকভ, ৫৩তম মিনিটে ভ্লাদিস্লাভ সুপ্রিয়াহা এরপর ৬৭তম মিনিটে ফের টিসিগানকভ। প্রতিবারই তারা টের স্টেগেনকে একা পান। আর প্রতিবারই তাদের হতাশ করেন এ জার্মান গোলরক্ষক। মূলত এদিন ম্যাচের শুরু থেকেই অবিশ্বাস্য সব সেভ করে আসছিলেন টের স্টেগেন। তবে ৭৫তম মিনিটে যে গোলের দেখা পায় ডায়নামো, সেটাও প্রায় ঠেকিয়ে দিয়েছিলেন টের স্টেগেন। বেঞ্জামিন ভারবিচের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন। তবে আলগা বল একেবারে ফাঁকা পোস্টে পেয়ে যান টিসিগানকভ। তার শট আর ঠেকাতে পারেননি বার্সা গোলরক্ষক।

শততম ম্যাচে উজ্জ্বল মোরাতা
একই রাতে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ফেরেন্সভারোসের মাঠে বড় জয় পেয়েছে জুভেন্টাস। ইতালিয়ান সিরি ‘আ’র শিরোপাধারীদের জার্সিতে শততম ম্যাচে জোড়া গোল করেন আলভারো মোরাতা। ‘জি’ গ্রুপের ম্যাচে ফেরেন্সভারোসকে ৪-১ গোলে হারিয়েছে আন্দ্রেয়া পিরলোর শিষ্যরা।
স্প্যানিশ স্ট্রাইকার মোরাতার নৈপুণ্যের পর গোলরক্ষক দেনেস দিবুসের হাস্যকর ভুলে আরও দুটি গোল হজম করে স্বাগতিকরা। বদলি নামার ছয় মিনিটের মধ্যে জালের দেখা পান আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। অন্য গোলটি আত্মঘাতী। একেবারে শেষ মুহূর্তে হাঙ্গেরির ক্লাবটির হয়ে ব্যবধান কমান ফ্রাঙ্ক বোলি।
আগের ম্যাচে ঘরের মাঠে বার্সেলোনার কাছে ২-০ গোলে হেরে গিয়েছিল জুভরা। একই ব্যবধানে ডায়নামো কিয়েভের মাঠে জিতে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর শুরু করেছিল তুরিনের বুড়িরা। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে জুভেন্টাস। তিনে থাকা ডায়নামো ও চারে থাকা ফেরেন্সভারোসের পয়েন্ট সমান ১ করে।


ইস্তাম্বুলে হেরে গেল ম্যানইউ
ইংলিশ প্রিমিয়ার লিগে সময়টা খুব ভালো না গেলেও চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা দারুণ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) মাঠ থেকে জয় নিয়ে ফেরার পর আরবি লাইপজিগকে উড়িয়ে দিয়েছিল দলটি। তবে তৃতীয় ম্যাচেই এসে খেই হারিয়ে ফেলেছে তারা। অপেক্ষাকৃত দুর্বল ইস্তাম্বুল বাসাকসেহিরের কাছে হেরে গেছে ওলে গানার সুলশারের শিষ্যরা। গতপরশু রাতে ইস্তাম্বুলের বাসাকসেহির ফাতিহ তেরিম স্তাদিওমোতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলের ব্যবধানে হারায় স্বাগতিকরা।
এদিন মাঝমাঠের নিয়ন্ত্রণ করেছিল ইউনাইটেডই। ৬৮ শতাংশ বল দখল রেখেছিল দলটি। কিন্তু আক্রমণ দানা বেঁধে ওঠেনি। অ্যাটাকিং থার্ডে এসে বারবার খেই হারিয়েছে তারা। তাই বড় দুই দলের সঙ্গে ভালো জয় পেলেও পুঁচকে বাসাকসেহিরের কাছে হার মানতে বাধ্য হয় দলটি।
লাইপজিগের মধুর প্রতিশোধ
চোটের জন্য নেইমার ও কিলিয়ান এমবাপের অনুপস্থিতিতে প্রথমার্ধে পিএসজির আক্রমণে ছিল না চেনা ধার। তবুও অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল ফরাসি জায়ান্টরা। তবে তখনও কে জানতো ভাগ্যে কি অপেক্সা করছে টমাস টুখেলের? সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়াল লাইপজিগ। আর্জেন্টাইন তরাক ডি মারিয়ার দুটো গোল বাতিলের পর ক্রিস্তোফা এনকুনকুর গোলে সমতায় ফেরে লাইপজিগ। স্পট কিক থেকে জয়সূচক গোলটি করেন এমিল ফোর্সবার্গ। পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে জয়ে ফিরল জার্মানির দলটি। গত আসরের হারের মুধুর প্রতিশোধও নিল তারা। ‘এইচ’ গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জিতেছে লাইপজিগ।
চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের সেমি-ফাইনালে পিএসজির বিপক্ষে ৩-০ গোলে হেরে থেমেছিল তাদের স্বপ্নময় পথচলা। এ নিয়ে দ্বিতীয় হারের তেতো স্বাদ পেল পিএসজি। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরে আসর শুরু করা টমাস টুখেলের দল নিজেদের দ্বিতীয় ম্যাচে ইস্তানবুল বাসাকসেহিরের মাঠে ২-০ ব্যবধানে জিতেছিল। বাসাকসেহিরকে ২-০ গোলে হারিয়ে প্রতিযোগিতায় দারুণ শুরু পাওয়া লাইপজিগ দ্বিতীয় ম্যাচে ইউনাইটেডের মাঠে ডুবেছিল ৫-০ ব্যবধানে হারের হতাশায়। ম্যানচেস্টার ইউনাইটেড তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে রয়েছে। সমান পয়েন্ট নিয়ে লাইপজিগ দ্বিতীয় স্থানে আছে। ৩ করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিএসজি গ্রুপে তৃতীয় ও তুরস্কের দল বাসাকসেহির চতুর্থ স্থানে রয়েছে।

রেনকে উড়িয়ে দিল চেলসি
প্রথমার্ধে দুই পেনাল্টি গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া চেলসি বিরতির পর জালের দেখা পেল আরও একবার। রেনকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। স্ট্যামফোর্ড ব্রিজে ‘ই’ গ্রুপের ম্যাচে দ্বিতীয়ার্ধের পুরোটা ১০ জন নিয়ে খেলা ফরাসি দলটিকে ৩-০ গোলে হারায় চেলসি। জোড়া গোল করেন টিমো ভেরনার। একবার জালের দেখা পান ট্যামি আব্রাহাম। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি। গ্রুপের আরেক ম্যাচে ক্রাসনোদারকে ৩-২ গোলে হারিয়ে চেলসির সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সেভিয়া। যথাক্রমে তিন ও চারে থাকা ক্রাসনোদার ও রেনের ১ পয়েন্ট করে।
এক নজরে ফল
বাসাকসেহির ২-১ ম্যানইউ
জেনিত ১-১ ল্যাজিও
বার্সেলোনা ২-১ কিয়েভ
ফেরেন্সভারোস ১-৪ জুভেন্টাস
ক্লাব ব্রুগ ০-৩ ডর্টমুন্ড
সেভিয়া ৩-২ ক্রাসনোদার
চেলসি ৩-০ স্টেড রেনে
লাইপজিগ ২-১ পিএসজি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টের-স্টেগেন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ