নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ফেনী জেলা ও ছাগলনাইয়া উপজেলা সংবাদদাতা : ফেনীতে প্রীতি ভলিবল ম্যাচে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) ২-১ এ পরাজিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বিকেলে ৪ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় ফেনী সদর উপজেলার জোয়ারকাছার সীমান্তের ২১২১ নম্বর প্রধান পিলারের বাংলাদেশের অভ্যন্তরে জোয়ারকাছার বক্ষব্যাধি হাসপাতাল মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের হয়ে ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি দল এবং ভারতের হয়ে ৮৬ ব্যাটালিয়ন বিএসএফের একটি দল অংশ নেয়। খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন, ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শামীম ইফতেখার পিবিজিএমএস, ১০বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মোকলেছুর রহমান, উপ-অধিনায়ক কাজী ওবায়েদুর রেজা, কোয়ার্টার মাষ্টার এবিএম জাহাঙ্গীর আলম, ৮৬ ব্যাটালিয়ন বিএসএফ কমান্ড্যান্ট মনোষ কুমার বর্ণ ওয়াল, ১৪৫ ব্যাটালিয়ন বিএসএফ কমান্ড্যান্ট অমিতাভ রায়সহ ৩১ সদস্যের বিএসএফ প্রতিনিধ দল।
স্কোর বোর্ড
অ-১৯ বিশ্বকাপ ১ম কো. ফাইনাল
বাংলাদেশ-নেপাল, মিরপুর
টস : নেপাল
নেপাল অ-১৯ ইনিংস রান বল ৪ ৬
ধামালা রান আউট (শান্ত/জাকির) ২৫ ৬২ ২ ০
সুনার ব শফিউদ্দিন ৭ ১২ ১ ০
কার্কি ক সাঈফ ব রানা ১ ২ ০ ০
রাইজাল রান আউট (শান্ত/জাকির) ৭২ ৮০ ৮ ১
আরিফ ক জয়রাজ ব শফিউদ্দিন ২১ ৩২ ২ ০
রাজবির এলবিডবিøউ ব শাওন ৯ ২২ ০ ০
আইরি ব মিরাজ ২২ ৪৫ ০ ০
ভার্তেল রান আউট (পিনাক/মিরাজ) ১৪ ১৭ ২ ০
তামাং অপরাজিত ২২ ২৪ ২ ০
ক্যান্ডেল রান আউট (সাইফুদ্দিন) ২ ৪ ০ ০
অতিরিক্ত : (বা ১, লে.বা ২, ও ১৩) ১৬
মোট : (৯ উইকেট; ৫০ ওভার) ২১১
উইকেট পতন : ১-১৭ (সুনার), ২-১৯ (কার্কি), ৩-৬৩ (ধামালা), ৪-১১৪ (আরিফ), ৫-১৪৬ (রাইজাল), ৬-১৫৩ (রাজবির), ৭-১৭৮ (ভার্তেল), ৮-২০২ (আইরি), ৯-২১১ (ক্যান্ডেল)।
বোলিং : রানা ১০-০-৩০-১, সাইফুদ্দিন ১০-০-৩৮-২, মিরাজ ১০-০-৫১-১, শাওন ১০-০-৩১-১, আরিফুল ৫-০-২৪-০, সাঈদ ৩-০-২৪-০, শান্ত ২-০-১০-০।
বাংলাদেশ অ-১৯ ইনিংস রান বল ৪ ৬
পিনাক রান আউট (ক্যান্ডেল) ৩২ ৫৪ ২ ০
সাঈফ এলবিডবিøউ ব ধামালা ৫ ২১ ০ ০
জয়রাজ এলবিডবিøউ ব ধামালা ৩৮ ৬৭ ৪ ০
শান্ত ক ও ব লামিখানে ৮ ৬ ১ ০
জাকির অপরাজিত ৭৫ ৭৭ ৫ ১
মিরাজ অপরাজিত ৫৫ ৬৫ ৩ ০
অতিরিক্ত (ও ২) ২
মোট (৪ উইকেট; ৪৮.২ ওভার) ২১৫
উইকেট পতন : ১-১৭ (সাঈফ), ২-৬৩ (পিনাক), ৩-৭৫ (শান্ত), ৪-৯৮ (জয়রাজ)।
বোলিং : ধামালা ১০-০-৩৩-২, আরিফ ৫-২-৯-০, ক্যান্ডেল ১০-০-৩৯-০, লামিখানে ১০-০-৪৬-১, তামাং ৬-০-৩৫-০, আইরি ৭.২-০-৫৩-০।
ফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ অ-১৯)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।