বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন দুমাস আগের পর্যায়ে অবনতি ঘটল। বৃহস্পতিবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় এঅঞ্চলে নতুন করে ৫৬ জন করোনা সংক্রমিত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। পূর্ববর্তি ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছিল ২৪। নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায়ই সংখ্যাটা ২৬। যার মধ্যে মহানগরীতেই ২২ জন কোভিড-১৯ রোগী সনাক্ত হয়েছে। বরিশাল মহানগরীর করোনা সংক্রমন পরিস্থিতির অবনতি সচেতন মহলে উদ্বেগ বৃদ্ধি করলেও নগর ও জেলা প্রশাসনের তেমন কোন তৎপড়তা এখনো লক্ষনীয় নয়।
এর আগে সর্বশেষ ২ সেপ্টেম্বর দক্ষিণাঞ্চলে ৬০ জন করোনা রোগী সনাক্ত হয়েছিল। এনিয়ে চলতি মাসের প্রথম ৫ দিনে করোনা সংক্রমনের সংখ্যা দাড়াল ১৫০ জনে। যা গত মাসের একই সময়ে ছিল মাত্র ৭৮। গত ২৪ ঘন্টায় বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৭ জনের নমুনা পরিক্ষায় ৫০ জনের করেনা পজিটিভ সনাক্ত হয়েছে। ভোলাতেও ৩২ জনের নমুনা পরিক্ষায় করোনা পজিটিভ সনাক্তের সংখ্যা ছিল ৮। দক্ষিণাঞ্চলে সার্বিক সনাক্তের গড় হার গত ২৪ ঘন্টায় দশমিক ৩ ভাগ বেড়ে এখন ১৭.০৬%।
নতুন আক্রান্তদের নিয়ে দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমিতের সর্বমোট সংখ্যাটা ৯ হাজার ৭৩ জনে দাড়াল। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭৭ জনের। এরমধ্যে বরিশালেই আক্রান্তর সংখ্যা ৩ হাজার ৯২৮। মারা গেছেন ৭২ জন। যারমধ্যে বরিশাল মহানগরীতেই আক্রান্ত ৩ হাজারে বেশী। মারা গেছেন প্রায় ৪০ জন। তবে গত ২৯ অক্টোবরের পরে দক্ষিণাঞ্চলে করোনায় নতুন কোন মৃত্যু সংবাদ নেই। এ অঞ্চলে এখনো মৃত্যু হার ১.৯৫%। পাশাপাশি স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবনুযায়ী গত ২৪ ঘন্টায় আরো ২১ জন সহ এ অঞ্চলে সর্বমোট ৮ হাজার ৪৫৪ জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার ৯৩.১৮%। যা আগের ২৪ ঘন্টার চেয়ে দশমিক ৩৪% কম।
গত ২৪ ঘন্টায় বরিশাল ছাড়াও পটুয়াখালী ও ভোলাতেও করোনা পরিস্থিতির অবনতি ঘটেছে। নতুন আক্রান্তদের মধ্যে পটুয়াখালীতে ১২ জন ও ভোলাতে ৮ জন রয়েছে। অথচ এ জেলা দুটিতে আগের ২৪ ঘন্টায় কোন আক্রান্ত ছিল না। পটুয়াখালীতে এপর্যন্ত মোট ১,৫৪১ ও ভোলাতে ৮১৫ জন আক্রান্ত হয়েছে। জেলা দুটিতে এ পর্যন্ত মারা গেছেন যথাক্রমে ৩৮ ও ৭ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় বরগুনাতে ৬ জন করেনা সংক্রমনের শিকার হয়েছেন। আগের ২৪ ঘন্টায় এ জেলাটিতেও কোন সংক্রমন ছিলনা। এনিয়ে বরগুনাতে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৯৪০ জনে। মারা গেছেন ১৯ জন। ঝালকাঠীতেও গত ২৪ ঘন্টায় আগের দিনের সম সংখ্যক ৪ জন করোনা সংক্রমিত হয়েছেন। ফলে জেলাটিতে মোট আক্রান্ত ৭৩৯ জনের মধ্যে মারা গেছেন ১৬ জন।
বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করেনা ওয়ার্ডে বৃহস্পতিবার সকালে ১৪ জন, আইসলেশনে ৩৫ জন ও আইসিইউ’তে আরো ৮ জন চিকিৎসাধীন ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।