Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরপুরে অনুশীলনের অনুমতি মিলেছে আশরাফুলের

প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা ঃ গত ১৩ আগস্ট ঘরোয়া ক্রিকেটের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে আশরাফুলের। এখন প্রতীক্ষার প্রহর গুনছেন ক্রিকেটে ফেরার। তিন বছর ক্রিকেটের বাইরে ছিলেন বলে নির্বাচকদের বিবেচনায় বিবেচ্য হননি আশরাফুল আসন্ন বিসিএলে। প্রত্যাবর্তনের জন্য ঘুরছেন আশরাফুল। তবে তার আগে গুরুত্ব দিচ্ছেন ফিটনেস এবং অনুশীলনকে। গত ৩ বছর বনশ্রীতে বাসার সামনে এবং মহল্লায়,মহল্লায় সীমিত সুযোগে করেছেন অনুশীলন। তাই অনুশীলনের ঘাটতি কাটিয়ে উঠতে বিসিবি’র পক্ষ থেকে অনুশীলন সুবিধার আবেদন জানিয়েছেন। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সেই সুবিধা দেয়া হবে বলে আশরাফুলকে আশ্বস্ত করেছে বিসিবি। গতকাল বিসিবিতে এসে কথা বলে মিডিয়াকে সে কথাই জানিয়েছেন আশরাফুলÑ‘ আইসিসি ১৩ তারিখে বিসিবি এবং আমাকে চিঠি দিয়েছে। আমি কোন কোন আসর খেলতে পারব, তা বলা আছে চিঠিতে। বিসিএল,এনসিএল এবং ঢাকা লীগে খেলতে পারব। এতোদিন তো একা একা অনুশীলন করেছি। সামনের সময়ে যেন বিসিবির সুবিধাগুলো নিতে পারি তার জন্য বিসিবিতে এসেছি। বিসিবিকে লিখিত একটা দিতে হবে। আশা করছি আগামী দুই তিন দিনের মধ্যে অনুমতি নিয়ে অনুশীলন শুরু করবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিরপুরে অনুশীলনের অনুমতি মিলেছে আশরাফুলের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ