নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : দুই সপ্তাহ পর ঢাকায় ফিরছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বেলজিয়ান কোচ টম সেইন্টফিট। আজ ভোর পৌঁনে পাঁচটায় বেলজিয়াম থেকে টার্কিশ এয়ারলাইন্স যোগে ঢাকার হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে এসে নামবেন তিনি। ঢাকায় এসে আগামী রোববার জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু করবেন সেইন্টফিট।
এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফে ভুটানের বিপক্ষে দু’টি হোম এ্যান্ড অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ৬ সেপ্টেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হোম ম্যাচটি অনুষ্ঠিত হবে। ১১ অক্টোবর থিম্পুতে স্বাগতিকদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে লাল-সবুজরা। ম্যাচ দু’টিকে সামনে রেখে গত ১২ জুলাই জাতীয় দলে যোগ দেন নতুন বেলজিয়ান কোচ সেইন্টফিট। ওইদিন ভোরে বেলজিয়াম থেকে ঢাকায় এসে বিকালে মামুনুলদের নিয়ে মাঠে নামেন তিনি। সপ্তাহখানেক অনুশীলনের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উপলক্ষ্যে জাতীয় দলের ক্যাম্প বন্ধ ঘোষণা করেন সেইন্টফিট। পরে বিপিএলের খেলা দেখে খেলোয়াড় বাছাই করতে চট্টগ্রামে যান এই বেলজিয়ান। জাতীয় দলের দায়িত্ব নিলেও এখনও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে চুক্তি করেননি তিনি। গত ২৭ জুলাই বাফুফের সঙ্গে তার চুক্তি করার কথা থাকলেও অসুস্থতার অযুহাতে সেইন্টফিট তা করেননি। এ অবস্থায় নিজের সন্তান সম্ভবা স্ত্রীর পাশে সময় কাটাতে ১ আগস্ট দেশে ফিরে যান এই বেলজিয়ান। বলে যান, ১৭ আগস্ট ঢাকায় ফেরার পরই বাফুফের সঙ্গে তিন মাসের চুক্তি করবেন। আপাতত ভুটানের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের দু’টি ম্যাচেই কোচের দায়িত্ব পালন করবেন তিনি। যদিও লাল-সবুজ ফুটবলের দায়িত্ব নেয়ার পরই গুঞ্জন ওঠে তিনি নাকি নাইজেরিয়া জাতীয় দলের কোচ হচ্ছেন। কিন্তু এ গুঞ্জন শেষ পর্যন্ত উড়িয়ে দেন সেইন্টফিট নিজেই। জানান, আপাতত বাংলাদেশ ফুটবল নিয়ে কাজ করতে আগ্রহী তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।