Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বক্সিংয়ের প্রতিভা বাছাই

প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ভবিষ্যতে দেশকে সম্মান এনে দেয়ার প্রত্যয়ে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে এখন অনুশীলনে ব্যস্ত প্রতিভাবান ১৬ বালক ও বালিকা বক্সার। এরা দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিভা অন্বেষণ কার্যক্রমের আওতায় উঠে এসেছে। যাদের চোখে স্বপ্ন ভবিষ্যতের জাতীয় দলে সুযোগ করে নেয়া। জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহযোগিতায় এই কর্মসূচিতে ময়মনসিংহ বিভাগের চারটি জেলায় শেষ হয়েছে আটদিন ব্যাপী প্রতিভাধর বক্সার বাছাই। ১০ আগষ্ট ঢাকা বিভাগের ১৩টি জেলায় শুরু হয়েছে আট দিনব্যাপী প্রতিভা বাছাই কার্যক্রম। ঢাকা জেলার অনুশীলন ক্যাম্প চলছে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে। আটজন করে পুরুষ ও মহিলা বক্সাররা অনুশীলনে অংশ নিচ্ছেন। ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন (আইবা) ‘এ’ লেবেলের কোচ সৈয়দ মহিউদ্দিন আহমেদের তত্বাবধানে অনুশীলন করছেন প্রশিক্ষণার্থীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বক্সিংয়ের প্রতিভা বাছাই
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ