Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগতিতে শালিসি বৈঠকের সিদ্ধান্ত না মেনে প্রতিপক্ষকে পিটিয়ে আহত

রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২০, ৪:১৮ পিএম

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ৯নং ওয়ার্ডের নুরিয়া হাজীরহাট এলাকায় একজনকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাতে হামিদ খান সড়কে এ ঘটনা ঘটে। হামলায় আহত মো: রায়হান (৩০) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ভুক্তভোগি জানিয়েছেন, দোকানে খেলা দেখাকালীন সোমবার রাতে স্থানীয় নুরনবী (৩০) তাকে দোকানভর্তি মানুষের সামনে জুতা দিয়ে বাড়ি দিন। এর প্রতিবাদ করতে গেলে বাকবিতন্ডা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি এবং গন্যমান্যদের নিয়ে শালিসি বৈঠক বসে।
মঙ্গলবার রাতে শালিসি বৈঠকে মিমাংসার বিরোধীতা করে নুরনবী এবং তার ভাই নোমান। এর জের ধরে রাতে বাড়ি ফেরার পথে রায়হানের উপর ১০/১২ জন মিলে হামলা করে। আহতের চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগি জানান, স্থানীয় জহিরুল ইসলাম নৌশাদের ছেলে সৈকত, নুরনবী এবং তার ভাই নোমান, আবদুজ জাহের এর ছেলে মো:ইকবালসহ বেশ কয়েকজন রড এবং পাইপ নিয়ে হামলা চালায়। এক পর্যায়ে তাকে আশংকাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করেন।
স্হানীয় মুক্তিযোদ্ধা মহিউদ্দিন চাঁন মিয়া জানান, তুচ্ছ ঘটনায় তার নাতির উপর এ ধরনের হামলার বিচার চান তিনি।
খবর পেয়ে রামগতি থানার অফিসার (ইনচার্জ)মো: সোলাইমান হাসপাতালে আহতকে দেখতে আসেন এবং লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ