Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধারাভাষ্যকার হাতুরুসিংহে!

প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : যুব বিশ্বকাপে বাংলাদেশ-নেপাল কোয়ার্টার ফাইনাল ম্যাচের কমেন্ট্রি বক্সে আদুল মাথার এক আগন্তুক। গলটাও কেমন চেনা চেনা। টিভিতে ভালো করে চোখ রাখতেই বোঝা গেল তিনি মাশরাফিদের গুরু হাতুরুসিংহে। খেলা হচ্ছে মিরপুরে। হাথুরুসিংহ সকালেই মাঠে চলে আসেন। তারপর ঘুরতে ঘুরতে কমেন্ট্রি বক্সে। অন্য ধারাভাষ্যকারদের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট নিয়ে প্রায় মিনিট ৩০ কথা বলতে শোনা যায় তাকে। মাশরাফিদের বর্তমান সাফল্য, ভবিষ্যৎ নিয়ে কথা বলতে যেয়ে এই শ্রীলঙ্কান বলেন, ‘যুব দল থেকে ভবিষ্যতে বেশ ভালো কিছু খেলোয়াড় উঠে আসবে বলে আমার মনে হয়। এখানে অনূর্ধ্ব-২৪/২৫ পর্যায়েও প্রচুর ভালো মানের ছেলেরা আছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধারাভাষ্যকার হাতুরুসিংহে!

৬ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ