Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুৎকেন্দ্রে পাম্প ক্রয়ে দুর্নীতি ৬ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

চট্টগ্রামে সরকারি বিদ্যুৎকেন্দ্র শিকলবাহা ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্টের জন্য ১২ গুণ বেশি দামে বৈদ্যুতিক মোটর ক্রয়ের নামে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন-দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী দুদক চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-২ এ মামলাটি দায়ের করেছেন। দুদকের চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
মামলায় অভিযুক্তরা হলেন-জার্মান থেকে আমদানি করা বৈদ্যুতিক মোটর সরবরাহকারী মেসার্স পাওয়ারটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের মালিক মো. আব্দুল আলীম, শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ভুবন বিজয় দত্ত ও উপ-ব্যবস্থাপক মিজানুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এ এইচ এম কামাল ও সাবেক পরিচালক (ক্রয়) আবু ইউসুফ এবং ভারপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী তোফাজ্জল হোসেন।
মামলায় অভিযোগ করা হয় চুক্তিতে বিদ্যুৎকেন্দ্রের জন্য বৈদ্যুতিক মোটরের দাম দেখানো হয়েছে তিন লাখ ৬৫ হাজার মার্কিন ডলার। সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১৮ ও ২০১৯ সালে মাত্র ৩০ হাজার ১৭ ডলার দাম ধরে ইসলামী ব্যাংকের শ্যামলী শাখায় এলসি খুলে। ঠিকাদারের লাভ ২০ শতাংশ ধরা হলেও পাম্পের মোট খরচ দাঁড়ায় ৩৬ হাজার ২১ মার্কিন ডলার। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান ক্রয় কমিটির সদস্যদের সঙ্গে যোগসাজশের মাধ্যমে বাকি ৩ লাখ ২৮ হাজার ৯৭৯ মার্কিন ডলার অতিরিক্ত দাম দেখিয়ে আত্মসাৎ করেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ