মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মহানবী হজরত মোহাম্মদ (সা.)কে নিয়ে ফ্রান্সে করা ব্যঙ্গচিত্রের বিষয়ে মন্তব্য করার কারণে ভারতের উত্তর প্রদেশে মামলা হয়েছে উর্দু ভাষার সুপরিচিত কবি মুনাওয়ার রানা’র বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, ওই ব্যঙ্গচিত্রকে কেন্দ্র করে ফ্রান্সে যে হত্যাকাÐ ঘটেছে তিনি তার পক্ষে মন্তব্য করেছেন। কিন্তু মুনাওয়ার রানা এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, তার বিরুদ্ধে লখনৌতে হজরতগঞ্জ পুলিশ স্টেশনে মামলা করেছেন একজন সাব ইন্সপেক্টর। তার দাবি, মুনাওয়ার রানার মন্তব্য বিভিন্ন ধর্ম গোত্রের মানুষের মধ্যে শত্রæতা সৃষ্টি করতে পারে। তাতে জনশৃংখলা বিনষ্ট হবে। অভিযোগ করা হয়েছে, একটি হিন্দি নিউজ চ্যানেলকে সাক্ষাতকার দিয়েছেন কবি মুনাওয়ার রানা। তাতে তিনি ব্যঙ্গচিত্রকে কেন্দ্র করে যে হত্যাকাÐ ঘটেছে ফ্রান্সে তার পক্ষে সাফাই গেয়েছেন। অভিযোগে বলা হয়েছে, তিনি বলেছেন- যদি কেউ আমার পিতা, আমার মাতাকে নিয়ে ওই রকম আপত্তিকর ব্যঙ্গচিত্র অংকন করে, তাহলে তাকে আমি হত্যা করব। ভারতে যদি কেউ আমার সৃষ্টিকর্তা বা কোনো দেবতা, বা সীতা বা রামের ব্যঙ্গচিত্র করে, যা আপত্তিকর, দুর্ভাগ্যজনক এবং তাতে অশ্লীলতা থাকে, তাহলে আমার মনে হয় আমি তাকে হত্যা করতাম। ওদিকে মুনাওয়ার রানার বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি বলেছেন, আমার বক্তব্য হলো- যে-ই ওই ব্যঙ্গচিত্র বানিয়ে থাকুক, এটা অন্যায়। এ জন্য কেউ কাউকে হত্যা করলে তাও অন্যায়। আমি আসলে একথাটাই বোঝাতে চেয়েছি। কিন্তু লোকজন কোথা থেকে এমন বক্তব্য পেয়েছে আমার বোধগম্য নয়। আমার বক্তব্য হলো ধর্মের নামে ধর্মান্ধতা ছড়িয়ে দেয়া ঠিক নয়। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।