Inqilab Logo

রোববার, ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পাকিস্তান সেনাপ্রধানের সঙ্গে মার্কিন দ‚তের সাক্ষাত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম


আফগান পুনর্মিলন বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দ‚ত জালমে খালিলজাদ সোমবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়ার সঙ্গে সাক্ষাত করেছেন। রেডিও পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়, বৈঠকে তারা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, আফগান শান্তি প্রক্রিয়া, বিশেষ করে সীমান্ত ব্যবস্থাপনা এবং আফগানিস্তানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা করেন। এই অঞ্চলে শান্তির পারস্পরিক লক্ষ্য অর্জনের জন্য পাকিস্তানের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার প্রশংসা করেন মার্কিন দ‚ত। ট্রাম্প প্রশাসনের বিশেষ আফগান দ‚ত খালিলজাদ ইতোমধ্যে তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি এবং যৌথ ঘোষণা সইয়ে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করেন। গত মাসেও একবার খালিলজাদ পাকিস্তান সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাত করে আফগান শান্তিপ্রক্রিয়াসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। চলতি মাসে তিনি সতর্ক করে দিয়ে বলেন যে আফগানিস্তানে ব্যাপক মাত্রার সহিংসতা কাবুল সরকার ও তালেবানের মধ্যে চলমান শান্তিপ্রক্রিয়া নস্যাৎ করতে পারে। ডন, এসএএম।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ