যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
‘আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালবাসি।’
মহানবী হজরত মুহাম্মদ সা:- এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সোমাবার রাজধানীতে হেফাজতে ইসলাম বাংলাদেশ যে বিক্ষোভ সমাবেশ করেছে তাতে সমর্থন ও ধন্যবাদ জানিয়েছেন মাওলানা মিজানুর রহমান আজহারী।
সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে ‘সাবাস হেফাজতে ইসলাম!’ লিখে একটি পোস্ট দেন আজহারী। ইংরেজিতে তিনি লিখেছেন, ‘আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালবাসি।’
এই পোষ্টটি আপ করার মঙ্গলবার দুপুর পর্যন্ত ৩ লাখ ৪৫ হাজার মানুষ এতে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। শেয়ার হয়েছে সাড়ে ছয় হাজারের বেশি মানুষ। আর কমেন্স করেছেন ৩০ হাজার মানুষ।
সোমবার সকাল ১০টার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে সমাবেশ শুরু করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সমাবেশে হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ আহমেদ বাবুনগরী ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবিতে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।
জুনাইদ বাবুনগরী বলেন, আমাদের কলিজার টুকরা রাসুল সা:-এর ব্যঙ্গচিত্র ফ্রান্সের দেয়ালে দেয়ালে সরকারিভাবে দেখানো হয়েছে। এতদিন ব্যক্তিগতভাবে করা করা হলেও এই প্রথম সরকারিভাবে এমন বেয়াদবি করা হলো।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।