Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কলমাকান্দার সীমান্ত এলাকা থেকে ৩৯টি ভারতীয় গরু আটক

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২০, ৪:২৪ এএম | আপডেট : ৪:৩৫ এএম, ৩ নভেম্বর, ২০২০

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়ন ও কলমাকান্দা থানা পুলিশ সোমবার সন্ধ্যায় পাঁচগাও হাজংপাড়া নামকস্থানে যৌথ অভিযান চালিয়ে পাচাররত ৩৯টি ভারতীয় গরু আটক করেছে।
বিজিবি ৩১ নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচগাও বিওপি’র সুবেদার মোঃ মোকসেদ আলীর নেতৃত্বে ৮ সদস্যের একটি টহল দল ও কলমাকান্দা থানা পুলিশের একটি টিম সোমবার সন্ধ্যা সাড়ে ৫টায় রংছাতি ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী ১১৮৫/৪ এস হতে ৫০ গজ অভ্যন্তরে পাঁচগাও হাজংপাড়া নামক স্থানে যৌথ অভিযান চালিয়ে পাচাররত ৩৯টি ভারতীয় গরু আটক করে। এ সময় পাঁচারকারীরা দৌঁড়ে পালিয়ে যায়। আটককৃত গরুর আনুমানিক মূল্য প্রায় ১৭ লক্ষ ৫৫হাজার টাকা। পরবর্তীতে আটককৃত গরুগুলো নেত্রকোনা কাস্টমস অফিসে জমা প্রদান করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ