নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
‘এটা অবিশ্বাস্য। ৩৯ বছর বয়সেও তিনি অসাধারণ। এই লোকটা স্বাভাবিক না’- কথাটা বরুসিয়া ডর্টমুন্ড স্ট্রাইকার আর্লিং ব্রুট হরলান্ডের। মোটেও বাড়িয়ে বলেননি। মাঠে কিংবা মাঠের বাইরে- জ্বাতান ইব্রাহিমোভিচ মানেই বিশেষ কিছু। মাঠে যেমন ধারাল তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে, কথাতেও। পরশু উদিনেসের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর টুইট করেন ইব্রাহিমোভিচ, ‘দৌড়ানোর কি দরকার যদি উড়তে পারি।’ টুইটে একটি ছবিও সংযুক্তি ছিল। কথার মতো ছবিটাও বিশেষ কিছু। শ‚ন্যে লাফিয়ে ৩৯ বছর বয়সী ইব্রার ওভারহেড কিক করার ছবি। ৮৩ মিনিটে ইব্রার ওই কিক থেকে করা গোলেই জয় তুলে নেয় এসি মিলান। এখন ইব্রা হয়তো সেরাদের বিতর্কে থাকবেন না কিন্তু এই বয়সেও মাঠে তার পারফরম্যান্স ও প্রভাবও কেউ অস্বীকার করতে পারবে না। ১৮ মিনিটে ফ্রাঙ্ক কেসির করা মিলানের প্রথম গোলের উৎসও ছিলেন ইব্রা। বয়স যে তার জন্যে স্রেফ সংখ্যা- সেটি শুধু তার শারীরিক গড়ন নয় পারফরম্যান্সও বলে দেয়।
সিরি ‘আ’ তে প্রতিপক্ষের মাঠে এ নিয়ে শেষ ৬ ম্যাচেই গোল করলেন মিলান তারকা। গত ডিসেম্বরে মিলানে যোগ দিয়েছিলেন ইব্রা। যে বয়সে লোকে বুট তুলে রাখে সে বয়সে তিনি চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। আর এ মৌসুমে রয়েছেন আগুনে ফর্মে। সিরি ‘আ’ তে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট এসি মিলানের। এর মধ্যে ৪ ম্যাচে ইব্রার গোলসংখ্যা ৭টি। জোড়া গোল করেছেন আগের তিন ম্যাচে। ১১ মাস আগে এই ইব্রাকে সই করানো মিলান এখন পয়েন্ট তালিকার শীর্ষে।
শুধু তাই নয়, সিরি আ-র এ মৌসুমে গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন ইব্রা। এ ছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে মিলানের সর্বশেষ ৭ ম্যাচে ১০ গোলে প্রত্যক্ষ বা পরোক্ষ অবদান রয়েছে এই সুইডিশ তারকার। কাল উদিনেসে ডিফেন্ডার বক্সের মধ্যে বল ‘ক্লিয়ার’ করতে গিয়ে বলটা মাথার ওপর তুলেছিলেন। ইব্রা সেই সুযোগে ওভারহেড কিকে বল জড়িয়েছেন জালে। বলটা পায়ে ঠিকমতো না লাগলেও গোল হওয়ার জন্য যথেষ্ট ছিল। মিলানের হয়ে এ নিয়ে টানা ৬ ম্যাচে গোল করলে ইব্রা। গত সেপ্টেম্বরে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা ইব্রার এই শারীরিক সক্ষমতা অবাক না করে পারে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।