Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯০ শতাংশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

শক্তিশালী সুপার টাইফুনের আঘাতে বিপর্যস্ত ফিলিপিন্স। চারদিকে শুধু ঝড়ের তান্ডবের চিত্র। সাজানো ঘরবাড়ি একদিনেই লন্ডভন্ড করে দিয়েছে টাইফুন ‘গনি’। বিভিন্ন জায়গায় বন্যা এবং ভূমিধস দেখা দিয়েছে। এতে বাড়ছে ভোগান্তি। ফিলিপিন্সের ‘ভিরাক’ পৌরসভার ৯০ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে জানায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রস। দেশটির চেয়ারম্যান ডিক গর্ডন বলেন, ঘূর্ণিঝড় গনির কবলে পড়ে ‘ভিরাক’ পৌরসভার ৭০ হাজার মানুষ তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিবিসি জানিয়েছে, রোববার পর্যন্ত ঝড়ের তান্ডবে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। রাজধানী ম্যানিলার কয়েক হাজার ক্ষতিগ্রস্ত মানুষ খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। রোববার স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে গনি ফিলিপিন্সের মূল দ্বীপ লুজনের দক্ষিণাঞ্চলীয় ক্যাতানদুয়ানেস দ্বীপ দিয়ে সাগর থেকে স্থলে উঠে আসে। এরপর ফের সাগর হয়ে টাইফুনটি ‘ধ্বংসাত্মক’ প্রবল বাতাস ও তীব্র বৃষ্টিসহ দ্বিতীয়বার স্থলে উঠে। এতে ওই অঞ্চলের অপূরণীয় ক্ষতি হয়েছে। সেখানকার যোগাযোগব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ক্যাতানদুয়ানেস দ্বীপে। রেডক্রসের তথ্যমতে, বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্তের পাশাপাশি তীব্র সংকট দেখা দিয়েছে সুপেয় পানির। এদিকে সেখানকার বিমানবন্দর এবং সমুদ্রবন্দরেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দেশটির ‘বিকল‘ অঞ্চলে এখন পর্যন্ত বিদ্যুৎহীন বহু মানুষ। কুইজন প্রদেশের ১০টি শহরেও একই পরিস্থিতি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘরবাড়ি-ক্ষতিগ্রস্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ