Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফরাসি পণ্য বয়কটের ডাক

বিশ্বজুড়ে কড়া সমালোচনার মুখে ফ্রান্সের প্রেসিডেন্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

ইসলাম ধর্ম নিয়ে মন্তব্যের জেরে বিশ্বজুড়ে বিভিন্ন নেতার নিন্দার মুখে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র। এরমধ্যে শনিবার টুইটে ধর্মনিরপেক্ষতা কখনো কাউকে হত্যা করেনা এমন দাবির পর কড়া সমালোচনায় পড়েছেন তিনি। শনিবার টুইটারে ম্যাক্রর এমন দাবির পর সামাজিক মাধ্যমগুলোতে নিন্দার কবলে পড়েন ম্যাক্র। অনেকে ফ্রান্সের ইতিহাসের কালো অধ্যায়ের কথা স্মরণ করে দেন। এক ব্যবহারকারী লিখেছেন, ফ্রান্স আলজেরিয়াকে ১৮৩০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ১৩২ বছর ধরে দখল করে ছিল। এসময় স্বাধীনতা পাওয়ার জন্য ১৫ লাখের বেশি আলজিরায়ান ‘শহীদ’ হন। আহত হন হাজার হাজার মানুষ। আরেক ব্যবহারকারী লিখেছেন, হত্যা সম্পর্কে কথা বলবেন না, ফ্রান্সের পুরো ইতিহাস হত্যা নিয়ে। এছাড়া ফরাসি বিপ্লবের সময় যেসব ফাঁসির কার্যকর করা হয় সেসবও উল্লেখ করেছে অনেক ব্যবহারকারী। দ্য নিউ আরব এ খবর জানায়। অপরদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-টুইটারে এখন ট্রেন্ডিং ‘#ফ্রান্সের পণ্য বয়কট করুন’। ফেসবুক-টুইটারে এ নিয়ে বহু পেজ খোলা হয়েছে এবং সেখানে ক্রমাগতভাবে ফরাসি পণ্য বয়কটের আহবান জানানো হচ্ছে। অনেকে নিজের প্রোফাইলও পরিবর্তন করেছেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার দায়ে এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর ইসলামবিরোধী বক্তব্যের প্রতিবাদে বিশ্বজুড়ে ফরাসি পণ্য-সামগ্রী বর্জনের ডাক দিয়েছে মুসলিম সম্প্রদায়। তুর্কি প্রেসিডেন্ট এরদোগানসহ বেশ কয়েকজন রাষ্ট্রনেতাও এ আহবানে সামিল হয়েছেন। দেশ-বিদেশের বিভিন্ন তারকারাও ফেসবুক-টুইটারে ফ্রান্সের পণ্য বয়কটের আহবান জানিয়েছেন। মুসলিম প্রধান দেশগুলোর নাগরিকদের পাশাপাশি অমুসলিমরা ফরাসি সরকারের বর্ণবাদী অবস্থানের কঠোর সমালোচনা করেছেন এবং পণ্য বয়কটের আহবান জানিয়েছেন। ফ্রান্সের পণ্য বয়কট করুন হ্যাশট্যাগ দিয়ে এক ব্যক্তি টুইটারে লিখেছেন, আমি আর কখনই ফরাসি পণ্য ক্রয় করবো না। তারা আমার মহানবীকে অবমাননা করে মতপ্রকাশের স্বাধীনতার চর্চা করে। আমি স্বাধীন তাই তাদের পণ্য ক্রয় করবো না। এটাই হবে উচিত শিক্ষা। যেসব ফরাসি পণ্য বাজারে প্রচলিত, সেগুলোর মধ্যে রয়েছে- টোটাল এলপি গ্যাস, কসমেটিকস সামগ্রী গার্নিয়ার ও লরিয়েল, সানোফির মেডিসিন পণ্য টেলফাস্ট, পেভিসন, ল্যাসিক্স, এভিল, স্টেমিটিল ও বুটাপ্যান। আরও রয়েছে মটুল ইঞ্জিন ওয়েল, সুপারক্রিট সিমেন্ট, ল্যাকোস্টে জুতা ও পারফিউম সামগ্রী, এভিয়ান মিনারেল ওয়াটার, পিউজিট ইলেকট্রিক গাড়ি, বিক কলম, গ্যাস লাইটার ও রেজর। এছাড়াও ক্যারিফোর বহুজাতিক করপোরেশনের বিভিন্ন পণ্য, টেফাল নন-স্টিক রান্নার পাত্র ও বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স, ডিওর প্রসাধনী এবং জুয়েলারি সামগ্রী, গেরলাইন,স্কিনকেয়ার এবং পারফিউম এবং লা ওয়চে কি রিট প্রসেসড পনির বাজারে প্রচলিত রয়েছে। কাতার, কুয়েতসহ বিভিন্ন উপসাগরীয় দেশে ফরাসি পণ্য বয়কট করা হয়েছে। কুয়েতে স্টোরগুলো থেকে ফরাসি পণ্য নামিয়ে ফেলা হয়েছে। কাতারের একটি কোম্পানি ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর পণ্য বয়কটের ঘোষণা দিয়েছে। দ্য নিউ আরব, আরব নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফরাসি-পণ্য-বয়কটের-ডাক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ