মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফ্রান্স ও মুসলিম বিশ্বের মধ্যে বিরোধ বাড়তে থাকায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ তার ‘বিভেদমূলক বক্তব্য’ প্রত্যাহার করার আহবান জানিয়েছে ইউরোপের ২০টিরও বেশি মুসলিম সংগঠন। শনিবার এক খোলা চিঠিতে নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও ইতালিসহ বেশ কয়েকটি দেশের মুসলিম সংগঠন জানিয়েছে, গত মাসে একটি গির্জার শিক্ষক এবং তিন উপাসককে হত্যার পর ফরাসি নেতা তার নেতৃত্বের নৈতিকতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। খোলা চিঠিতে তারা আরও জানায়, ইসলামকে এবং তার দেশের মুসলিম নাগরিকদের অবজ্ঞা করা, মসজিদ ও মুসলিম মানবাধিকার সংগঠনগুলি বন্ধ করে দেওয়াসহ যে পদক্ষেপগুলো নিচ্ছেন তাতে বর্ণবাদই এবং সহিংস উগ্রবাদীদের আরও উৎসাহ দেওয়া হচ্ছে। এছাড়াও তাকে এই বিভাজনম‚লক বক্তৃতা প্রত্যাহার করা এবং ম্যাখোঁকে নেতৃত্বকে কাজে লাগিয়ে ধর্ম, বর্ণ, জাতি ভেদাভেদ ভুলে সকলকে একত্রিত করার আহবান জানান তারা। আল-জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে ম্যাখোঁ বলেছেন, তার কথা বিকৃত করা হয়েছে, তার বিরোধী দলের রাজনৈতিক নেতারা ইচ্ছাকৃত ভাবে এই ব্যঙ্গচিত্রগুলি মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে। তিনি আরও বলেন, ক্যারিক্যাচারগুলি সরকারিভাবে প্রকাশিত হয়নি। তবে সরকারি অনুমোদনহীন কিছু সংবাদপত্র এগুলো প্রকাশ করেছে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।