Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় আক্রান্ত হয়েও চেপে রাখেন প্রিন্স উইলিয়াম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

চলতি বছরের এপ্রিলে কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হয়েও বিষয়টি গোপন রেখেছিলেন রাজপুত্র। কারণ তিনি চাননি এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ুক, দেশজুড়ে হইচই হোক। খবর দ্য গার্ডিয়ানের। ধারণা করা হচ্ছে, এ সময় প্রিন্স উইলিয়াম ও তার বাবা করোনায় আক্রান্ত হয়েছিলেন। প্রিন্স উইলিয়ামের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি প্রথম প্রকাশ্যে আনে ব্রিটিশ পত্রিকা দ্য সান। পত্রিকাটি জানায়, দেশজুড়ে যাতে ভীতি ছড়িয়ে না পড়ে সে জন্য বিষয়টি গোপন রেখেছিলেন প্রিন্স উইলিয়াম। সানের প্রতিবেদন বলছে, ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার হিসেবে দ্বিতীয় স্থানে থাকা প্রিন্স উইলিয়াম তার কোভিড আক্রান্তের বিষয়টি চেপে যান। কারণ প্রিন্সের মতে, ওই সময় আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় বিরাজমান ছিল এবং তিনি কাউকে চিন্তায় ফেলতে চাননি। প্রতিবেদনে আরও বলা হয়, করোনায় আক্রান্ত হওয়ার পর নরফোকের আনমার হলের পারিবারিক বাসভবনে ছিলেন দ্য ডিউক অব কেমব্রিজ। এ সময় রাজপ্রাসাদের চিকিৎসকরা তার চিকিৎসায় নিয়োজিত ছিলেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কথিত রয়েছে- এপ্রিলে ১৪টি টেলিফোন ও ভিডিওকলে যোগাযোগ অব্যাহত রাখেন প্রিন্স উইলিয়াম। তিনি তার এক শুভাকাক্সক্ষীকে আক্রান্ত হওয়ার বিষয়টি বলেন। বিষয়টি নিয়ে হইচই হোক সেটি চাননি প্রিন্স। চলতি বছরের মার্চে করোনায় আক্রান্ত হন প্রিন্স উইলিয়ামের বাবা প্রিন্স চার্লস (৭১)। করোনার মৃদু উপসর্গ দেখা দিলে স্কটল্যান্ডে এক সপ্তাহ সেলফ আইসোলেশনে ছিলেন প্রিন্স। এ ছাড়া এপ্রিলে করোনা টেস্টে ফল পজিটিভ আসার পর হাসপাতালে ভর্তি হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পরে তিনি সুস্থ হন। বিবিসি, গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রিন্স-উইলিয়াম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ