Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা : ইরানে ফের বন্ধ হলো মসজিদ-স্কুল-থিয়েটার হল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২০, ২:২৫ পিএম

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের তৃতীয় ধাক্কা লেগেছে ইরানে। দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় স্কুল, মসজিদ, ইউনিভার্সিটি, বিউটি সেলুন, ক্যাফে, জিম, মিউজিয়াম, থিয়েটার এবং সুইমিংপুল আগামী ১০ দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। খবর আরব নিউজের।

মারণ ভাইরাসের তাণ্ডবে রাশ টানতে গত শনিবারই প্রেসিডেন্ট হাসান রুহানি এক নির্দেশিকা জারি করেছেন। ওই নির্দেশিকায় বলা হয়েছে, আগামী বুধবার থেকে এক সপ্তাহ দেশের ২৫টি প্রদেশের ৮৯ জেলায় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় সহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র, থিয়েটার হল, লাইব্রেরি, চায়ের দোকান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। রাজধানী তেহরানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিয়ে সহ সামাজিক অনুষ্ঠান এবং সভা-সম্মেলন নিষিদ্ধ থাকবে। নির্দেশিকা মানা হচ্ছে কিনা, তার উপরে বিশেষ নজরদারি চালাতে পুলিশ। কোনও প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি নির্দেশিকা লঙ্ঘন করলে কড়া শাস্তির মুখে পড়বেন বলেও সতর্ক করে দেওয়া হয়েছে।
ইরানি বার্তা সংস্থা ‘ইরনা’ জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে দেশটিতে প্রথমবারের মতো করোনা রুগী শনাক্ত হয়। তার পর থেকেই দেশজুড়ে তাণ্ডব চালাচ্ছে মারণ ভাইরাস। মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে করোনার ছোবলে সবচেয়ে বেশি বিপর্যস্ত আয়াতুল্লা-আলি খামেইনির দেশ। বেশ কয়েকবার লকডাউন করে ও কঠোর বিধিনিষেধ জারি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও গত কয়েকদিন ধরে ফের মারণ ভাইরাসের দাপট শুরু হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৮২০ জন। আর প্রাণ হারিয়েছেন ৩৬৮ জন। এখনও পর্যন্ত দেশে মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লক্ষ ১২ হাজার ৭৭২ জন। আর মারণ ভাইরাসের বলি হয়েছেন ৩৪ হাজার ৮৬৪ জন। সূত্র : আরব নিউজ, রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ