মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাধানম গ্যাব্রিয়েসুস জানিয়েছেন, তিনি কোনো একজন করোনাভাইরাস পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসায় স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছেন। তবে তার শরীরে করোনাভাইরাস সংক্রমণের কোনো ধরনের উপসর্গ নেই।
টেড্রস অ্যাধানম গ্যাব্রিয়েসুস বলেন, আমার শরীরে কোনো উপসর্গ নেই। আমি ঠিক আছি। কিন্তু সামনের কিছুদিন আইসোলেশনে থাকবো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মানবো এবং বাড়ি থেকেই কাজ করবো। মহামারি মোকাবেলায় জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার প্রচেষ্টায় সামনের সারিতে রয়েছেন টেড্রস।
টুইটারে টেড্রস লিখেছেন, আমাদের সকলের স্বাস্থ্যের দিকনির্দেশনা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। এভাবেই আমরা করোনাভাইরাস সংক্রমণের শৃঙ্খলাগুলি ভেঙে ফেলতে পারবো, ভাইরাসটি দমন করতে এবং স্বাস্থ্য ব্যবস্থা রক্ষা করতে পারবো।
বৈশ্বিক করোনার সঙ্গে লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কীভাবে এই ভাইরাসকে আটকানো যায়, তা নিয়ে প্রায় প্রতিদিন সতর্কতামূলক নির্দেশ দেয় সংস্থাটি। যার অন্যতম, কোয়ারান্টিন। গেব্রেয়েসাস নিজে একাধিকবার বলেছেন, চেইন ছিন্ন করতে পারলে এই ভাইরাসকে আটকানো সম্ভব। যার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। যে ভাবেই হোক সংক্রমণের চেইনটি ভাঙতে হবে। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।