Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলমানদের কষ্ট ম্যাখোঁ বুঝতে পেরেছেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

মহানবীকে (সা.) অবমাননা করে কার্টুন প্রকাশের কারণে মুসলমানরা যে কষ্ট পেয়েছেন তা বুঝতে পারছি তবে এ নিয়ে কোনো সংঘাত মেনে নেওয়া হবে না। একান্ত সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এ কথা বলেছেন।

শনিবার আল-জাজিরা আরবি ভার্সনে সাক্ষাৎকারটি প্রকাশ করে। সাক্ষাৎকারে ম্যাখোঁ বলেন, আমি বুঝতে পারছি যে জনগণ ওই ব্যঙ্গচিত্র নিয়ে কষ্ট পেতে পারে, কিন্তু আমি সংঘাত কে কখনো মেনে নেবো না। আমি মনে করি জনগণের স্বাধীনতা এবং অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব। গত ১৬ অক্টোবর প্যারিসের রাস্তায় শিক্ষক স্যামুয়েল প্যাটিকে আল্লাহু আকবর বলে হত্যা করেছিল এক তরুণ। কারণ, ওই শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখিয়ে মতপ্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন। শিক্ষকের ওপর হামলাকারী আবদৌলখ নামের ওই তরুণ ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। এই হত্যাকান্ডের পর ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন যে, স্যামুয়েল প্যাঠি নামের ওই শিক্ষককে খুন করার কারণ ইসলামপন্থীরা আমাদের ভবিষ্যত কেড়ে নিতে চায়, কিন্তু ফ্রান্স কার্টুন ছাপানো বন্ধ করবে না। ধর্ম হিসেবে ইসলাম আজ বিশ্বজুড়ে সংকটে রয়েছে। এ ঘটনায় মুসলিম বিশ্বে ক্ষোভের ঝড় ওঠে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। এমনকি ফ্রান্সের পণ্য বর্জনের ডাক দিয়েছে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশও। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার নিস শহরের একটি গির্জায় হামলা চালায় তিউনিশিয়া থেকে ফ্রান্সে পাড়ি জমানো এক তরুণ। উল্লেখ্য, মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম উগ্রবাদী কর্তৃক একজন ইতিহাস শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত ফ্রান্স।

ওই ঘটনার পর অন্তত ৫০টি মসজিদ ও মুসলিম অধ্যুষিত এলাকায় ভয়াবহ অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার অঙ্গীকার করেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। তার এ ঘোষণায় মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। ইসলামের প্রতি এমন মানসিকতার জন্য ম্যাখোঁর মানসিক চিকিৎসা দরকার বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। মুসলিম দেশগুলোতে ফরাসি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। বিদ্যমান করোনা মহামারির সময়ে এই বয়কটের সুদ‚রপ্রসারী প্রভাব বিবেচনায় আরব দেশগুলোর প্রতি পণ্য বয়কট বন্ধের অনুরোধ জানায় প্যারিস। এ ইস্যুতে মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভের মধ্যেই আল জাজিরা-কে দেওয়া সাক্ষাৎকারে দৃশ্যত কিছুটা নমনীয় হতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্টকে।

এদিকে সন্ত্রাসীদের সঙ্গে ইসলামকে না মেলানোর আহ্বান জানিয়েছে সাবেক ফরাসি প্রেসিডেন্ট ফাঁসোয়া ওলাদ। শুক্রবার ফরাসি সম্প্রচারমাধ্যম এলসিআই টেলিভিশনের সঙ্গে আলাপকালে নিজের এমন অবস্থানের কথা জানান তিনি। নিস শহরের একটি গির্জায় সা¤প্রতিক ছুরি হামলার নিন্দা জানান ওলাদ। তিনি বলেন, ‘এই ইসলামপন্থী সন্ত্রাসীরা দুই ধর্মের মধ্যে একটি যুদ্ধ লাগিয়ে দিতে চায়। এই সন্ত্রাসীদেরকে মুসলমানদের সঙ্গে গুলিয়ে ফেলে বিভ্রান্তি তৈরি করবেন না। এমন ভুল আমাদের একটি সংঘাতের দিকে নিয়ে যাবে; যার সঙ্গে আমরা জড়াতে চাই না।’ সূত্র : আল-জাজিরা, ডেইলি সাবাহ।



 

Show all comments
  • Altaf Hossain Bakul ২ নভেম্বর, ২০২০, ২:২৫ এএম says : 0
    ওরে খেলা শুরু হয়েছেরে,এবার ইউরোপ ইউনিয়ন ও আমেরিকা নিজেরা নিজেরা মোড়লগীরি নিয়ে মারামারি করে মর।
    Total Reply(0) Reply
  • মোঃ তোফায়েল হোসেন ২ নভেম্বর, ২০২০, ২:২৬ এএম says : 0
    ম্যাখো একজন মানসিক ভারসাম্যহীন রোগী।
    Total Reply(0) Reply
  • মোঃ তোফায়েল হোসেন ২ নভেম্বর, ২০২০, ২:২৬ এএম says : 0
    মুসলমানদের কাছে করজোড়ে ক্ষমা চাইতে হবে।
    Total Reply(0) Reply
  • জাহিদ খান ২ নভেম্বর, ২০২০, ২:২৭ এএম says : 0
    কেবল কষ্ট বুঝলে হবে না, তওবা করে ব্যঙ্গচিত্র সরাতে হবে।
    Total Reply(0) Reply
  • arif billah ২ নভেম্বর, ২০২০, ৭:১৬ এএম says : 0
    মুসলিম জাহানের কাছে দুহাত তুলে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে ফ্রান্সের প্রেসিডেন্ট কে।
    Total Reply(0) Reply
  • arif billah ২ নভেম্বর, ২০২০, ৭:১৬ এএম says : 0
    মুসলিম জাহানের কাছে দুহাত তুলে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে ফ্রান্সের প্রেসিডেন্ট কে।
    Total Reply(0) Reply
  • md. Ashraful Islam ২ নভেম্বর, ২০২০, ১২:১৫ পিএম says : 0
    উল্লেখ্য, মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম উগ্রবাদী কর্তৃক একজন ইতিহাস শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত ফ্রান্স। এই কথাটা পুরোটায় ভুল। রাসূল (স.) কে নিয়ে কেউ কটুক্তি করলে কোন মুসলিমই মেনে নেবে না। যে কেউ তাকে হত্যা করতে চাইবে। এতে উগ্রবাদি হওয়ার কি আছে? ঐ ভাইটি উগ্রবাদি নয়। উগ্রবাদি ছিলও না। সে বাধ্য হয়ছে তাকে খুন করতে। কারণ সে রাসূল (স.) কে উদ্দেশ্য করে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে। আর এখানে মহানবীর ব্যঙ্গ চিত্র নয় তাকে উদ্দেশ্য করে ব্যঙ্গ চিত্র আকা হয়ছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহানবীকে (সা.)
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ