নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ছন্দে থাকা এবি ডি ভিলিয়ার্স গড়েছেন দারুণ এক কীর্তি। দক্ষিণ আফ্রিকার প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বিস্ফোরক এই ব্যাটসম্যান। গতপরশু শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নয় হাজার রানে পৌঁছান ডি ভিলিয়ার্স।
ব্যাটিংয়ে নামার আগে মাইলফলক থেকে ৪ রান দূরে ছিলেন তিনি। ম্যাচের সপ্তম ওভারে শাহবাজ নাদিমের বলে সিঙ্গেল নিয়ে ৯ হাজারের ক্লাবে নিজের নাম লেখান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই কিপার-ব্যাটসম্যান। এই তালিকায় তিনি অষ্টম। ৩০৪ ইনিংসে এই রান করা ডি ভিলিয়ার্সের সেঞ্চুরি ৪টি ও ফিফটি ৬৬টি। তার ব্যাটিং গড় প্রায় ৩৮, স্ট্রাইক রেট ১৫০-এর ওপরে। তার চেয়ে কম ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছেন ক্রিস গেইল (২৪৯), বিরাট কোহলি (২৭১), ডেভিড ওয়ার্নার (২৭৩) ও অ্যারন ফিঞ্চ (২৮১)। হায়দরাবাদের বিপক্ষে এই ম্যাচে ২৪ রান করা ডি ভিলিয়ার্সের এখন টি-টোয়েন্টিতে রান ৯ হাজার ২০।
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক গেইল। সাড়ে ১৩ হাজারের বেশি রান ক্যারিবিয়ান এই ব্যাটসম্যানের। ১০ হাজার রান করেছেন আর দুইজন, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ও পাকিস্তানের শোয়েব মালিক। ৯ হাজার রান নিয়ে এরপরে আছেন নিউ জিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককলাম, অস্ট্রেলিয়ার ওয়ার্নার, ভারতের কোহলি ও আরেক অস্ট্রেলিয়ান ফিঞ্চ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।