Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতকে পাকিস্তান বিরোধী অভিযান চালাতে দেবেন না

আফগানিস্তানের ভবিষ্যৎ সরকারের প্রতি আহবান ইমরানের, প্রতিবেশী দেশগুলোর জন্য ভারত হুমকি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আফগানিস্তানের ভবিষ্যত সরকার যেন সেদেশ থেকে ভারতকে পাকিস্তান-বিরোধী হামলা চালানোর অনুমতি না দেয়। তিনি শনিবার এশপিগেল ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে কাবুলের প্রতি এ আহবান জানান। ইমরান খান বলেন, তিনি সম্প্রতি আফগানিস্তানের হেজবে ইসলামি দলের নেতা গুলবুদ্দিন হেকমতিয়ার ও জাতীয় শান্তি বিষয়ক উচ্চ পরিষদের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসব সাক্ষাতে তিনি আফগান নেতাদের বলেছেন, “আফগানিস্তানে আমাদের বিশেষ কোনো স্বার্থ নেই। আমরা শুধু চাই কাবুলের ভবিষ্যত সরকার যেন ভারতকে পাকিস্তান বিরোধী অভিযান চালানোর ক্ষেত্রে আফগানিস্তানের ভূমি ব্যবহার করতে না দেয়।” গত দুই দশকে আফগান সরকারের অন্যতম ঘনিষ্ঠ পৃষ্ঠপোষক হিসেবে কাজ করেছে ভারত। কাশ্মীর নিয়ে নয়াদিল্লির সঙ্গে ইসলামাবাদের মতবিরোধ থাকায় আফগানিস্তানে ভারতের উপস্থিতিকে নিজের জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক মনে করে পাকিস্তান। যদিও কাবুল সব সময় বলে এসেছে, ভারত আফগানিস্তান থেকে পাকিস্তান বিরোধী কোনো তৎপরতা চালাচ্ছে না। সম্প্রতি গুলবুদ্দিন হেকমতিয়ার পাকিস্তান সফরে গেলে তাকে ‘আফগানিস্তানের সাবেক প্রধানমন্ত্রী’ হিসেবে রাষ্ট্রীয় সংবর্ধনা দেয়া হয়। তিনি পাক প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং ইসলামাবাদে পাকিস্তানের পুলিশ একাডেমিতে ভাষণ দেন। অপরদিকে, ভারত নিয়ে অভিযোগের শেষ নেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। এবার চীন, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের জন্য প্রতিবেশী ভারতকে হুমকি আখ্যায়িত করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান। একই সঙ্গে দেশটিকে একটি ‘ফ্যাসিবাদী’ রাষ্ট্র মন্তব্য করেন তিনি। জার্মানির সাপ্তাহিক ম্যাগাজিন ‘ডের স্পিগেল’কে দেওয়া সাক্ষাৎকারে খান বলেন, ভারতে এখন উপমহাদেশের সবচেয়ে চরমপন্থি ও বর্ণবাদী সরকার শাসন। দেশটির সরকারের এমন কর্মকান্ডে এই অঞ্চলটি যে কোন সময়ে সহিংসতা ছড়িয়ে পড়তে পারার শঙ্কা প্রকাশ করেন তিনি। ইমরান উল্লেখ করেন, ১৯২০ ও ১৯৩০-এর দশকে নাৎসি বাহিনীর মূল আদর্শে অনুপ্রাণিত তারা। ভারতের বর্তমান শাসন ব্যবস্থা পুরো বিশ্বের জন্যই অনেকটা হুমকি ভারত। ভারত সব প্রতিবেশী দেশের জন্যই হুমকি বলে দাবী করেন তিনি। সাক্ষাৎকারে মার্কিন নির্বাচন, কাশ্মীর নির্বাচনসহ নানা অমীমাংসিত ইস্যু তুলে ধরে যুক্তরাষ্ট্রের নিরপেক্ষ হস্তক্ষেপ কামনা করেন ইমরান। বলেন, নতুন মার্কিন প্রেসিডেন্ট যে-ই হোন না কেন, এটাই প্রত্যাশা। আফগানিস্তানে পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে ইমরান বলেন, ২৭ লাখ আফগান নাগরিক বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে দীর্ঘ দিন ধরে চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ। সেখানে আমাদের কোন শাসনের ইচ্ছা নেই, বরং আফগান নাগরিকদের সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে সেই চেষ্টা করে যাচ্ছি। পাকিস্তান কীভাবে তালিবানদেরকে আলোচনার টেবিলে আনতে সক্ষম হয়েছিল এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন যে ২.৭ মিলিয়ন আফগানিস্তান পাকিস্তানে অবস্থান করছে। ডন, পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান-বিরোধী-অভিযান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ