Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪৮ বছর পর বাবা খুঁজে পেলেন ছেলেকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কল্যাণে প্রায় অর্ধশতক পর বাবা খুঁজে পেলেন ছেলেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে বাবা-ছেলের উচ্ছ্বাস দেখে নেটিজেনরা চোখের পানি ধরে রাখতে পারেননি। আমেরিকার পেনসিলভানিয়ার ওই ব্যক্তি দীর্ঘ ৪৮ বছর নিজের ছেলেকে দেখেননি। মাঝের এই বছরগুলোতে তারা পরস্পর থেকে অনেক দূরে ছিলেন। এত বছর পর দেখা হওয়ায় মুহূর্তে কেউ-ই তাদের আবেগ চেপে রাখতে পারেননি। আমেরিকায় নর্থবারল্যান্ড কাউন্টির বাসিন্দা বিল প্যাট্রিক সিনিয়র আর ওটাওয়ার বাসিন্দা বিল প্যাট্রিক জুনিয়রের সম্প্রতি দেখা হয় পেনসিলভানিয়ার হ্যারিসবার্গ আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানেই বাবার সঙ্গে দেখা করতে আসেন জুনিয়র। জুনিয়র জানিয়েছেন, ১৯৭৩ সালে তিনি যখন পাঁচ বছরের ছিলেন, তখনই তার মা তাকে ও তার দুই বোনকে নিয়ে বাবার কাছ থেকে আলাদা হয়ে যান। তার পর থেকে আর বাবার সঙ্গে দেখা হয়নি। এবার দেখা হওয়ার আগে তিনি ভেবেছিলেন আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। কিন্তু তা আর হলো না। এত বছর পর বাবাকে দেখে ক্যামেরার সামনেই কেঁদে ফেললেন তিনি। বিল প্যাট্রিক সিনিয়রের পরিবার এত বছর ধরে সন্তানদের খোঁজার চেষ্টা চালিয়ে গেছেন। কিন্তু কিছুতেই তাদের খোঁজ পাননি। কিন্তু হতাশ না হয়ে নানাভাবে খুঁজতে থাকেন ছেলেকে। বছর দুয়েক আগে বিল প্যাট্রিক সিনিয়রের এক বোন ফেসবুকে ভাইপো জুনিয়রকে খুঁজে পান। তার পরই বাবা-ছেলের যোগাযোগ শুরু হয়। অবশেষে পেনসিলভানিয়ার বিমানবন্দরে। সেই ভিডিওই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ফক্স নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুঁজে-পেলেন-ছেলেকে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ