Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরাপত্তাবাহিনীর সঙ্গে আবার সংঘর্ষ আরো চারজনের প্রাণহানি

প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে নতুন করে সৃষ্ট সংঘর্ষে ৪ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। এনডিটিভি বলছে, গতকাল মঙ্গলবার এই চারজন নিহত হওয়ার মধ্যদিয়ে ৮ জুলাই থেকে রাজ্যটিতে শুরু হওয়া সংঘাত-সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়াল। এসব সহিংসতায় আহত হয়েছেন অন্ততপক্ষে ৫ হাজার মানুষ। এদের মধ্যে নিরাপত্তা বাহিনীর অনেক সদস্যও রয়েছেন। মঙ্গলবার বিক্ষোভকারীরা বাদগাম জেলার মাগাম গ্রাম নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা পাথর ছুঁড়তে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা গুলি ছোঁড়ে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিরাপত্তাবাহিনীর সঙ্গে আবার সংঘর্ষ আরো চারজনের প্রাণহানি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ