Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ১৮ জনর করোনায় আক্রান্ত

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২০, ৫:২২ পিএম

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে মরনঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৮ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৭ হাজার ১৬০ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ১৪৫ জন।
রোববার (১ নভেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৪ জন, সদরে ৫ জন, বন্দরে ২ জন, আড়াইহাজারে ২ জন, সোনারগাঁয়ে ৩ জন ও রূপগঞ্জে ২ জন আক্রান্ত হয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৭৮ জন ও আক্রান্ত ২ হাজার ৬১৮ জন। সদর উপজেলায় মারা গেছেন ২৫ জন ও আক্রান্ত ১ হাজার ৬০৮ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৩২৫ ও মারা গেছেন ৪ জন। এছাড়া আড়াইহাজার উপজেলায় আক্রান্ত ৬২৪ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁ উপজেলায় আক্রান্ত০ ৬৪৬ ও মারা গেছেন ২২ জন এবং রূপগঞ্জ উপজেলায় মারা গেছেন ১২ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৩৯ জন।
জেলায় এই পর্যন্ত মোট ৪৯ হাজার ৯৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮০ জনের।
করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৬ হাজার ৮৩২ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ২ হাজার ৪৫১ জন, সদর উপজেলার ১ হাজার ৫৫৫ জন, রূপগঞ্জের ১ হাজার ৩০৩ জন ও আড়াইহাজারের ৬০৯ জন, বন্দরের ৩০৯ ও সোনারগাঁয়ের ৬০৫ জন।
সাথে মানববন্ধনের ছবি আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ