Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলির সঙ্গে করমর্দন না করায় ফেরত পাঠানো হলো মিসরীয়কে

প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মিসরীয় জুডোকা ইসলাম এল শেহাবিকে ব্রাজিলে রিও অলিম্পিক থেকে ফেরত পাঠানো হয়েছে। ইসরাইলের প্রতিযোগীর সঙ্গে করমর্দন না করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত সোমবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বিষয়টি জানিয়েছে। খবরে বলা হয়েছে, এল শেহাবিকে মিশরে পাঠিয়েছে তার টিম। গত শুক্রবার তিনি লড়াইয়ে হেরেছেন। ইসরাইলের খেলোয়াড়ের সঙ্গে করমর্দন না করায় অলিম্পিক কমিটির পক্ষ থেকে তাকে ভর্ৎসনাও করা হয়েছে। এল শেহাবি জানান, তিনি একজন ইসরাইলির সঙ্গে করমর্দন করবেন না। জুডোর নিয়ম অনুসারে এটা করতে তিনি বাধ্য নন। কিন্তু অলিম্পিক কমিটির দাবি, তার আচরণ নিয়ম, অলিম্পিকের চেতনা ও সুন্দর খেলার নিয়মবিরোধী। অলিম্পিক কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, তারা সব দেশের অ্যাথলেটদের সম্মান করেন। গত শুক্রবার জুডো ম্যাচের শেষের দিকে শেহাবির আচরণ ছিল অলিম্পিকের মূল্যবোধবিরোধী। অবশ্য অলিম্পিকের বিবৃতিতেই উল্লেখ করা হয় যে, আন্তর্জাতিক জুডো ফেডারেশনের নিয়ম অনুযায়ী খেলার শেষে করমর্দন করার বাধ্যবাধকতা নেই। এছাড়া বিবৃতিতে অলিম্পিকের ডিসিপ্লিনারি কমিটি মিসরকে ভবিষ্যতে তাদের অ্যাথলেটদের অলিম্পিকের মূল্যবোধ সম্পর্কে শিক্ষিত করে পাঠানোর কথা বলা হয়েছে। খেলা শেষে শেহাবি বলেন, জুডোর নিয়ম অনুসারে খেলার শেষে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে করমর্দন করার বাধ্যবাধকতা নেই। দুই বন্ধুর মধ্যে এটা ঘটে থাকে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইলির সঙ্গে করমর্দন না করায় ফেরত পাঠানো হলো মিসরীয়কে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ