বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে বিদেশী পিস্তুল, ম্যাগাজিন, গুলি ও মাদকসহ ইমরান শেখ ইমন নামে শীর্ষ এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল। গতকাল রাত ১০ টায় শহরের মজমপুর এলাকার বনানী সিনেমা হলের পাশের একটি বিল্ডিংয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার ইমরান শেখ ইমন কুষ্টিয়া শহরের বাবার আলী গেট এলাকার সামসুজ্জামানের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব-১২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর গাফরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটককৃত ব্যক্তির ব্যক্তিগত অফিস থেকে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১টা ম্যাগজিন ও ৪২ বোতল ফেন্সিডিলসহ অভিযুক্তকে আটক করা হয়। আটককৃত ইমরান শেখ ইমন এই অঞ্চলের একজন শীর্ষ সন্ত্রাসী। সে হত্যাসহ একাধিক মামলার আসামী বলেও জানিয়েছে র্যাব।
আটককৃত ইমরান শেখ ইমনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে কুষ্টিয়া মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।