মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ চলছে। দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধে একের পর এক সাফল্য পাচ্ছে আজারবাইজান। অন্য ব্যাপক ক্ষতির কথা শিকার করেছেন আর্মেনিয়া। তবুও তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
এদিকে গত ৩০ বছরে নাগার্নো-কারাবাখের দখলকৃত অঞ্চল থেকে বিভিন্ন ধরণের খনিজ পদার্থ উত্তোলন করে আসছিলো আর্মেনিয়া। তেমনি একটি হলো জাঙ্গিলান জেলার ভেজনালী স্বর্ণ খনি। যা আর্মেনিয়ার দখল থেকে মুক্ত করা হয়েছে বলে জানায় আজারবাইজানের গণমাধ্যমগুলো।
অ্যাজভিশন জানিয়েছে, নাগার্নো-কারাবাখে ১৬০ ধরণের খনিজ পদার্থের মজুদ রয়েছে যাদের মধ্যে অন্যতম স্বর্ণ, রোপা, পারদ, তামা, কয়লা, বিভিন্ন ধরণের মূল্যবান পাথর। এসব খনিজ পদার্থ মূলত কালবাজার, লাচিন, জাঙ্গিলান ও তাতার এলাকায় অবস্থিত যা দীর্ঘদিন ধরেই আর্মেনিয়ার হাতে ছিল।
সম্প্রতি এসব এলাকা আজারবাইজানের সেনারা আর্মেনিয়ার দখল থেকে উদ্ধার করেছে।
আর্মেনিয়া এসব এলাকা থেকে মূল্যবান খনিজ পদার্থ উত্তোলন করে দীর্ঘ দিন ধরে রফতানি করে আসছিল বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।