Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জার্মানিতে আবারও কুঠার নিয়ে হামলা

প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কোনো প্রকার জঙ্গি সংশ্লিষ্টতা খুঁজে পায়নি পুলিশ
ইনকিলাব ডেস্ক : জার্মানিতে ধারাবাহিক সহিংসতায় এবার কোলন নগরীর কেন্দ্রে কুঠার ও আগ্নেয়াস্ত্র¿ দিয়ে হামলা চালিয়ে এক ব্যক্তিকে আহত করা হয়েছে। হামলায় কুঠার ব্যবহৃত হলেও গত সোমবার ভোরের ওই হামলায় কোনো জঙ্গি সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি বলে দাবি করেছে জার্মান পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে খবরে বলা হয়, ওই হামলায় ছুরি ও বন্দুক ব্যবহার করা হয়েছে। তবে পুলিশের একজন মুখপাত্র জানান, হাসপাতাল এবং আহত ব্যক্তি নিশ্চিত করার আগে এই হামলায় কোন ধরনের অস্ত্র ব্যবহৃত হয়েছিল সে সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তিনি আরও বলেন, পুলিশ ভোর পৌনে ৪টা নাগাদ জরুরি ফোনকল পায়। তাতে বলা হয়, বেশ কিছু মানুষ বাকবিত-ায় লিপ্ত হয়েছে। এ সময় ঘটনাস্থলে রক্ত ও ভাঙা কাচ দেখতে পায় পুলিশ।
উল্লেখ্য, সম্প্রতি জার্মানিতে এলোপাতাড়ি হামলা চালানো হচ্ছে। কেবল জুলাই মাসের ১৮ থেকে ২৫ তারিখের মধ্যে এক সপ্তাহে ৩টি হামলার মুখোমুখি হয় দেশটি। ১৮ জুলাই সোমবার স্থানীয় সময় রাত সোয়া ৯টার দিকে এক আফগান শরণার্থী কিশোর ভ্যুর্ৎসবুর্গর এক ট্রেনে যাত্রীদের ওপর হামলা চালায়। পুলিশের এক মুখপাত্র জানান, ট্রেনটি ওয়েজারবুর্গে আসার কিছুক্ষণের মধ্যে কুঠার ও ছুরি নিয়ে এক কিশোর যাত্রীদের ওপর হামলা চালিয়ে ২০ জনকে আহত করে। একপর্যায়ে হামলাকারী ট্রেন থেকে পালাতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়। কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাতে জার্মানির সংবাদমাধ্যমে বলা হয়, হামলার সময় ওই কিশোর আল্লাহু আকবর বলে চিৎকার করছিল। হামলার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। তিন দিনের ব্যবধানে ২২ জুলাই শুক্রবার সন্ধ্যায় মিউনিখের দ্য অলিম্পিয়া শপিং সেন্টারে হামলা চালায় বন্দুকধারী। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জার্মানিতে আবারও কুঠার নিয়ে হামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ