Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোভ্যান চালক নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২০, ১১:০১ এএম

অটোভ্যান ছিনতাইকালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পাবনার আটঘরিয়ায় অটোভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার ভরতপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম।

নিহত অটোভ্যান চালক মোবারক হোসেন দুলাল (৩৫) আটঘরিয়া উপজেলার নওদাপাড়া গ্রামের মৃত সাদেক আলীর ছেলে।

আটক ছিনতাইকারী হল— চাটমোহর উপজেলার চক উথুলী গ্রামের আব্দুল গফুরের ছেলে নাসির হোসেন (২৫)।

ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, শনিবার রাতে চাটমোহর থেকে অটোভ্যান ভাড়া করে তিন ছিনতাইকারী আটঘরিয়ায় যাচ্ছিল। পথিমধ্যে আটঘরিয়া উপজেলার ভরতপুর উত্তরপাড়া গ্রামে পৌঁছামাত্র অটোভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক মোবারক হোসেন দুলালকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এসময় তার চিৎকারে এলাকাবাসী গিয়ে আহত অটোভ্যান চালককে উদ্ধার ও এক ছিনতাইকারীকে আটক করে। অন্যারা পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারী নাসিরকে আটক করে থানায় নিয়ে যায়। আহত অটোভ্যান চালক মোবারক হোসেন দুলালকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী নেয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছুরিকাঘাতে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ