মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মুদ্রা পাচারে জড়িত থাকার সন্দেহে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের বড় ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। নামাল রাজাপাকসের আইনজীবী রয়টার্সকে এ তথ্য জানান। শ্রীলঙ্কার সাবেক সংসদ সদস্য নামাল এ নিয়ে দ্বিতীয়বার গ্রেফতার হলেন। এর আগে জুলাইয়ে অন্য একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। নামালের আইনজীবী প্রেমানাথ সি দোলাওয়াত্তা বলেন, মুদ্রা পাচারবিরোধী আইনের অধীনে পুলিশ আমার মক্কেলকে গ্রেফতার করেছে। আদালত তাকে এক সপ্তাহের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে। দুটি বিদেশি কোম্পানিতে নামালের বিনিয়োগের বিষয়ে শ্রীলঙ্কার ফিনানসিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন তদন্ত করছে বলেও জানান দোলাওয়াত্তা। গতবার গ্রেফতার হওয়ার সময় নামালের বিরুদ্ধে ৬৫ কোটি মার্কিন ডলারের অ্যাপার্টমেন্ট প্রজেক্টের তহবিল তছরুপের অভিযোগ ছিল। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।