মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়াকে তাদের পরমাণু অস্ত্র কর্মসূচি পরিত্যাগের আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই। একই সঙ্গে পিয়ংইয়ংয়ের বার বার উস্কানির মুখে যুক্তরাষ্ট্রে যে মিসাইলবিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করেছে, তার পক্ষে সমর্থন ব্যক্ত করেছেন তিনি। গত জানুয়ারিতে উত্তর কোরিয়া তাদের চতুর্থ পরমাণু পরীক্ষা চালানোর পর থেকে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বেড়েছে। চলতি মাসের শেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়া যৌথ বার্ষিক সামরিক মহড়া চালালে এই উত্তেজনা আরো বাড়তে পারে। গত সোমবার পার্ক বলেন, আমি অবিলম্বে সব ধরনের উস্কানি এবং দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে হুমকি ও গণবিধ্বংসী অস্ত্র তৈরি বন্ধ করার জন্য উত্তর কোরিয়া সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। দুই কোরিয়া যখন জাপানের ঔপনিবেশিক শাসন থেকে কোরীয় উপদ্বীপের স্বাধীনতার বার্ষিকী উদযাপন করছে, তখন পার্ক উত্তর কোরিয়ার প্রতি এই আহ্বান জানালেন। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।