Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাংলাদেশে আসার আগে নেপাল দলে করোনার থাবা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

বাংলাদেশের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের আগে ধাক্কা খেল নেপাল। চার জন খেলোয়াড়ের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসার কথা জানিয়েছে অল নেপাল ফুটবল অ্যাসেসিয়েশন (আনফা)। আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে নেপাল। ম্যাচগুলো সামনে রেখে গত বৃহস্পতিবার থেকে বাল গোপাল মহারজনের অধীনে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে দলটি। আনফা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, গত বুধবার নেওয়া নমুনার মধ্যে চার জনের ফল পজিটিভ এসেছে। খেলোয়াড়দের নাম অবশ্য জানায়নি তারা। করোনাভাইরাসে আক্রান্ত খেলোয়াড়রা আইসোলেশনে আছেন বলে জানিয়েছে আনফা। দুটি প্রীতি ম্যাচ খেলতে আগামী ৫ নভেম্বর ঢাকায় আসার কথা রয়েছে নেপাল দলের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনার-থাবা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ