Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌকাডুবিতে সেনেগাল উপকূলে নিহত ১৬০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

সেনেগাল উপকূলে ২০০ অভিবাসী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১৬০ জন ডুবে মারা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) ও জাতিসংঘের অভিবাসী সংস্থা। জাতিসংঘের অভিবাসী সংস্থা জানিয়েছে ২০০ জন যাত্রী নিয়ে নৌকাটি সেনেগালের মৎস রাজধানী এমবর থেকে ছাড়ে। সেখান থেকে ছাড়ার কয়েক ঘণ্টা পর রাজধানী ডাকার থেকে ১০০ কিলোমিটার দ‚রে যাওয়ার পরই নৌকাটিতে আগুন ধরে যায়। দ্রুত সেখানে স্পেন ও সেনেগালের নৌবাহিনীর সদস্যরা পৌঁছায়। এ ছাড়া জেলেরাও এগিয়ে আসে উদ্ধার কাজে। তারা ৬০ জনের মতো অভিবাসীকে উদ্ধার করতে সক্ষম হয়। বাকিরা ডুবে মারা যায়। সাম্প্রতিক সময়ে এই রুটে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের চাপ বেড়েছে। আন্তর্জাতিক অভিবাসী সংস্থার মতে গেল সেপ্টেম্বর মাসেই ১৪টি নৌকায় করে ৬৬৩ জন অভিবাসীকে সমুদ্রে ভাসতে দেখা গেছে। তার মধ্যে ২৬ শতাংশ নৌকাডুবির ঘটনার শিকার হয়েছে। আন্তর্জাতিক অভিবাসী সংস্থার মতে গেল বছর ক্যানারি দ্বীপে ২ হাজার ৫৫৭ জন অভিবাসী এসেছিলেন অবৈধ পথে। এবার সেই সংখ্যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি, ১১ হাজার! এই রুটে ২০১৯ সালে মারা গিয়েছিল ২১০ জন। এবার অক্টোবর পর্যন্তই মারা গেছে ৪১৪ জন। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেনেগাল-উপকূল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ