Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আকাশে উড়লো চার চাকার গাড়ি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

চার চাকার গাড়ি বিমানের মতো আকাশে উড়ছে; এমনই এক যান তৈরি করেছে স্লােভাকিয়ার এক সংস্থা। যানটির উড্ডয়নের ভিডিও আপলোড হয়েছে ইউটিউবে। স্লােভাকিয়ার ‘ক্লিন ভিশন’ কোম্পানি এই যানটির নাম দিয়েছে ‘এয়ার কার’। এর ওজন ১০৯৯ কেজি। প্রায় ২০০ কেজি ওজন নিয়ে আকাশে উড়তে পারে। ২ জনের বসার মতো ব্যবস্থা করা হয়েছে। যানটি গাড়ি থেকে বিমানে রূপান্তর হতে সময় নেয় মাত্র ৩ মিনিট। প্রায় ৯৮৪ ফুটের মতো একটি রানওয়ে লাগে আকাশে উড়ে যাওয়ার জন্য। এটি ঘণ্টায় ১২৪ মাইল বেগে উড়তে সক্ষম সম্প্রতি প্রথম উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে এই বিস্ময় যানটি। আকাশে প্রায় ১৫০০ ফুট পথ পথ পাড়ি দিয়েছে এটি। বেশ কয়েকটি অ্যাঙ্গল থেকে এয়ার কারের এই প্রথম উড্ডয়নকে ক্যামেরাবন্দী করা হয়। সেখানে দেখা যাচ্ছে, কীভাবে একটি স্পোর্টস কারের মতো দেখতে যান ধীরে ধীরে ডানা মেলে বিমানে রূপান্তরিত হয়ে গেল। তারপর সেটি মাটি ছেড়ে আকাশে ভেসে যাচ্ছে। ভাকিয়ান সংস্থাটির তরফে জানানো হয়েছে, আগামী ৬ মাসের মধ্যে তারা এয়ার কার বাজারে আনার চিন্তাভাবনা করছে। ডেইলি মেইল, টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চার-চাকার-গাড়ি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ