বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
র্যাব-১১’র অভিযানে সিদ্ধিরগঞ্জ হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এর সক্রিয় সদস্য আতাউল্লাহ ওরফে সাগর (২২) কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন ও ২০টি উগ্রবাদী নথিপত্র জব্দ করা হয়। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে র্যাব-১১ এর সিনিয়র এএসপি সুমিনুর রহমান জানান, বেলা সাড়ে ১১টায় তাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকা হতে গ্রেফতার করা হয়।
র্যা-১১ এর এএসপি সুমিনুর রহমান আরও জানান, গ্রেফতারকৃত আতাউল্লাহ’র বাড়ির নরসিংদী জেলার শিবপুর থানার ভরাতেরকান্দি গ্রামে। সে এলাকার হাজী শমসের আলী উচ্চ বিদ্যালয় হতে এসএসসি এবং নরসিংদী সরকারী কলেজে বিএসএস ২য় বর্ষে বিজনেস স্ট্যাডিজ এ অধ্যয়নরত। পরবর্তীতে অনলাইনে বিভিন্ন সামাজিক মাধ্যমে উগ্রবাদী লেখকের বক্তব্য শুনে উগ্রবাদের দিকে ধাবিত হয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম এ যোগদান করে। সে আনসারুল্লাহ বাংলা টিম এর সক্রিয় সদস্য ও দাওয়াতি শাখার সমন¡য়কারী হিসাবে কাজ করত। সংগঠনের সদস্য সংখ্যা বাড়ানোর জন্য ভূয়া ফেইসবুক আইডি, ফেইসবুক গ্রুপ, ম্যাসেঞ্জার ইত্যাদি এ্যাপস্ ব্যবহার করত এবং এইগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শিক্ষিত ও সমমনা তরুণদের মাঝে প্রচার করে উগ্রবাদী মতাদর্শে উদ্বুদ্ধ করে। সে অনলাইনে নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আনসারুল্লাহ বাংলা টিম এর সদস্যদের সাথে যোগাযোগ করে জিহাদী কার্যক্রম পরিচালনা করে আসছিল। গ্রেফতারকৃত আতাউল্লাহ জানায়, সে নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকা এর আশে পাশের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার স্বশরীরে ও অনলাইনে মিলিত হয়ে জেল হতে আটককৃত সদস্যদের মুক্ত করা, নাস্কিক ব্লগারদের হত্যা, সরকারী গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের হত্যা ও সংগঠনের জন্য তহবিল সংগ্রহ করে বিভিন্ন ধরণের নাশকতামূলক কর্মকান্ড করার অপতৎপরতা চালিয়ে যাচ্ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।