Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা

সিরাজগঞ্জে পৃথক অভিযানে ২৬শ’ পিস ইয়াবা, ২টি মোটরসাইকেল ও নগদ টাকাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা। সোমবার রাতে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের মারোয়ারীপট্টি ও তাড়াশ উপজেলার মান্নানগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত হলো সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমশড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে মোস্তফা কামাল (২২), নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার জুমাইনগর গ্রামের নজরুল ম-লের ছেলে নাজমুল হোসেন (২৩)। তাদের বিরুদ্ধে তাড়াশ ও সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) হাসিবুল আলম মঙ্গলবার দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের মারোয়ারীপট্টি স্বর্ণ ব্যবসায়ী সূর্যবারীর ৫ম তলা বাসার নিচ তলায় অভিযান চালিয়ে নাজমুল হোসেনকে ১৪শ’ পিস ইয়াবা, নগদ ৫২ হাজার ৫শ’ টাকা ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়। অপরদিকে গত সোমবার দুপুরে তাড়াশ উপজেলার মান্নানগর এলাকায় অনন্যা ভ্যারাইটি স্টোরের সামনে অভিযান চালিয়ে ১২শ’ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ মোস্তফা কামালকে আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ