Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উলিপুরে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা
কুড়িগ্রামের উলিপুর পৌরসভার বাকরেরহাট ফাজিল মাদরাসা মাঠে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় পুলিশ দুই ব্যবসায়ীকে হাতেনাতে আটক করলেও ১ জন পালিয়ে যায়। এ সময় আটককৃতদের কাছ থেকে ১শ’ ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উলিপুর থানার এসআই ফজলুল হকের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টার দিকে ওঁৎ পেতে থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো- লালমনিরহাট জেলার বড়বাড়ি ইউনিয়নের আমবাড়ি গ্রামের মৃত রুহুল আমিনের পুত্র শাহরিয়ার কামরান সুমন (৩৮) ও কুলাঘাট ইউনিয়নের বড়ুয়া কুলাঘাট গ্রামের মধুমঙ্গলের পূত্র স্বর্ণ ব্যবসায়ী বানিরাম বিশ্বাস (৩৪)। এ সময় ঐ জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের লিয়াকত ব্যাপারীর পুত্র চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী রোকন (৩২) মোটরসাইকেলসহ পালাতে সক্ষম হয়। অভিযোগ রয়েছে, স্বর্ণ ব্যবসায়ী বানিরাম বিশ্বাস ২ বছর ধরে বাকরেরহাট বাজারে সোনার ব্যবসার আড়ালে রমরমা ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সে ২ বছরের বেশি কোন বাজারে দোকান করে না বলে অনেকেই সাংবাদিকদের জানান। উলিপুর থানার অফিসার ইনচার্জ এস কে আব্দুল্লা আল সাইদ, ঘটনার সত্যতা স্বীকার করে মামলা দায়েরের কথা জানান। আটককৃতদের কুড়িগ্রাম জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উলিপুরে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ