Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই পুলিশ এলাহী ও হারুন রিমান্ডে

সিলেটে রায়হান হত্যা মামলা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম


রায়হান হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে বন্দর বাজার ফাঁড়ির এ এস আই আশেক এলাহীকে। অপরদিকে, ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে কনস্টেবল হারুন রশিদের। গতকাল বৃহস্পতিবার দুপুর ৩ টায় তাদের আদালতে হাজির করে এ মামলার তদন্ত সংস্থা পিবিআই। এছাড়া বিভিন্ন মিডিয়াতে ভুল তথ্য পরিবেশনকারী ও নির্যাতনকারী আকবরকে পালাতে সহযোগিতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দ্রæত বিচার ট্রাইবুন্যালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সিলেট বিভাগ গণদাবি ফোরাম।

ফের রিমান্ডে হারুন, ৫ দিনের রিমান্ড শুরু হলো এএসআই আশেকের : ৫ দিনের রিমান্ড শেষে গতকাল আদালতে হাজির করা হয় কনস্টেবল হারুন রশিদকে। এ সময় রায়হান হত্যা মামলায় সর্বশেষ গ্রেফতারকৃত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এ এস আই আশেক এলাহিকেও আদালতে হাজির করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। গতকাল দুপুর ৩ টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পিবিআই তাদেরকে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে হাজির করা হয়।

এর মধ্যে আশেক এলাহীকে গত বুধবার রাতে পুলিশ লাইন্স থাকা অবস্থায় তাকে গ্রেফতার দেখায় পিবিআই। রায়হান হত্যা মামলায় সর্বশেষ গ্রেফতারকৃত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এএসআই (সাময়িক বরখাস্ত) আশেক এলাহিকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অপরদিকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে ফের ৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে কনস্টেবল হারুনুর রশীদকে। আশেক এলাহীর ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই সময় কনস্টেবল হারুনুর রশীদের ফের ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ নিয়ে চাঞ্চল্যকর এ মামলায় ৩ পুলিশসহ গ্রেফতার দেখানো হলো ৪ জনকে। এরমধ্যে গত রোববার শেখ সাইদুর নামে একজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে পিবিআই। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এদিকে এ ঘটনার মূল অভিযুক্ত বন্দরবার পুলিশ ফাঁড়ির সদ্য বহিষ্কৃত ইনচার্জ এস আই আকবর হোসেন ভ‚ঁইয়া পলাতক রয়েছেন এখনো।

সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি গণদাবি ফোরামের : রায়হানকে গ্রেফতার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে নির্যাতন, নির্যাতনের পর হাসপাতালে নিয়ে ভর্তি, মৃত্যুর পর তড়িঘড়ি করে বেআইনী ভাবে ময়নাতদন্ত সম্পন্ন করে লাশ হস্তান্তর, পুলিশ ফাঁড়ির সিসি ক্যামেরাসহ নির্যাতনের আলামত বিনষ্ট করে বিভিন্ন মিডিয়াতে ভুল তথ্য পরিবেশনকারী ও নির্যাতনকারী আকবরকে পালাতে সহযোগিতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত জানিয়েছে সিলেট বিভাগ গণদাবি ফোরাম কেন্দ্রিয় কমিটি। সংগঠনের এক জরুরী গতকাল বিকালে অনুষ্ঠিত হয়।

সিলেট বিভাগ গণদাবি ফোরাম কেন্দ্রিয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেটের মুজিবুর রহমান চৌধুরী সভাপতিত্বে এ সভায় সাম্প্রতিকালের বিভিন্ন ঘটনায় আলোচ্য বিষয়ে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদসহ সভাপতি মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিমান্ডে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ