বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুরে দুস্কৃতিকারীদের কাছ থেকে সম্ভ্রম বাঁচাতে চলন্ত বাস থেকে পড়ে গার্মেন্টস কর্মী শিউলী বেগমের (২৮) মৃত্যুর ঘটনায় শিউলীর সহকর্মী আরিফের ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দফায় মির্জাপুর থানা পুলিশ আদালতের কাছে আরিফের রিমান্ডের আবেদন করলে আদালত তার রিমান্ড মঞ্জুর করে। আজ থেকে এই রিমান্ড শুরু হবে । আরিফ খানকে পুলিশ তিনদিনের রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেও কোন তথ্য উদঘাটন করতে পারেনি। আরিফের দেয়া এলোমেলো তথ্যে পুলিশ এই ঘটনার সঠিক কোন তথ্য পাচ্ছেননা বলে মামলার তদন্ত কর্মকর্তা এস আই মিজান জানিয়েছেন। বাস চালকের ভাষ্য মতে আরিফই এই ঘটনার মুল নায়ক। আরিফকে আরও জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় আদালতের কাছে মির্জাপুর থানা পুলিশ দশ দিনের রিমান্ড আবেদন করলে আদালত গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে পুলিশ জানিয়েছে। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুর হক বলেন আরিফকে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুরের কথা স্বীকার করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।