Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলাডেলফিয়ায় বিক্ষোভ সংঘর্ষ, কারফিউ জারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার জেরে শুরু হওয়া বিক্ষোভ নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে কারফিউ জারি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ৯ টা থেকে বৃহস্পতিবার ভোর ৬ টা পর্যন্ত এই কারফিউ জারি করা হয়। তবে কারফিউ জারি করলেও বিক্ষোভ চালিয়ে যান সেখানকার আন্দোলনকারীরা। ওইদিনও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। লুটপাট হয়েছে দোকানে। এতে কারফিউ ভঙ্গ করায় কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। খবর দ্য ফিলাডেফফিয়া ইনকোয়ারির। খবরে বলা হয়, পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার পর ফিলাডেলফিয়ায় মঙ্গলবারও দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। ন্যায়বিচারের দাবিতে শত শত লোক রাস্তায় নেমে আসেন। এ সময়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও লুটপাটের ঘটনাও ঘটে। পুলিশ বিভাগ টুইটারে সতর্ক করে বলেছে, ক্যাস্টর ও আরামিঙ্গো এলাকায় প্রায় এক হাজার লোক লুটপাটে অংশ নেন। নাগরিকদের এসব এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। হেলিকপ্টার থেকে নেয়া ফুটেজে দেখা গেছে, লোকজন হুমড়ি খেয়ে পড়ে ফুটলকার স্টোরসহ অন্যান্য দোকানে লুটপাট চালাতে। এদিকে পশ্চিম ফিলাডেলফিয়ায় আরও প্রায় এক হাজার লোক রাস্তায় জড়ো হলে পুলিশ তাদের লাঠিপেটা করে। এ সময় কিছু বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ হয়। উল্লেখ্য, গত সোমবার পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণ ওয়াল্টার ওয়ালেস নিহত হন। পুলিশের দাবি, তার হাতে ধারালো অস্ত্র ছিল। তাকে আত্মসমর্পণ করতে বলা হলেও সে তা করেনি। তবে পরিবার জানিয়েছে, মানসিকভাবে অসুস্থ ছিলেন ওয়ালেস। এ ঘটনায় ন্যায়বিচার চেয়ে সোমবারই রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা। মঙ্গলবার রাতভর পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। বুধবার সকাল পর্যন্ত চলে তা। চালানো হয় লুটপাট। এদিকে ফিলাডেলফিয়ায় বিক্ষোভ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, এটা একটি ভয়ানক ঘটনা। আমি যা দেখছি তা হলো সেখানকার মেয়র অথবা অন্য কেউ দাঙ্গা এবং লুটপাট চালাতে সহায়তা করছে। অন্যদিকে ফিলাডেলফিয়ায় লুটপাটের ঘটনার সমালোচনা করে বাইডেন বলেছে, এটি আন্দোলন হতে পারে না। এটি অপরাধ। এদিকে বিক্ষোভকারীদের শান্ত হওয়ার অনুরোধ করেছেন ওয়াল্টারের বাবা সিনিয়র ওয়াল্টার ওয়ালেস। তার সন্তান ও পরিবারের সম্মানার্থে সহিংসতা বন্ধ করার অনুরোধ জানিয়েছেন তিনি। সিনিয়র ওয়াল্টার বলেন, ‘আমি চাই না কোনও সহিংসতা হোক, শহরে ধ্বংসযজ্ঞ চলুক, দোকান লুট হোক কিংবা অন্য কোনও বিশৃঙ্খলা হোক। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলাডেলফিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ