বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তাপমাত্রার পারদ নিচে নামার সাথে বরিশাল মহানগরী সহ দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণের সংখ্যা ওপরে উঠছে। বৃহস্পতিবার সকালের পূর্ববর্তি ৭২ ঘন্টায় সরকারী হিসেবে দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে আরো একজনের মৃত্যু ছাড়াও নতুন করে ৭২জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে চলতি সপ্তাহেই এ অঞ্চলে দুজনের মৃত্যু হল। গত সোমবার ভোলা জেলা হাসপাতালে একজনের মৃতুর পরে বৃহস্পতিবার পটুযাখালীতে আরো একজনের মৃত্যুর খবর দিল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। এনিয়ে দক্ষিণাঞ্চলে ১৭৭ জনের মৃত্যু হল কোভিড-১৯’এ। মৃত্যুহার এখনো ২.০০%। আগের ৭২ ঘন্টায় এ অঞ্চলে আক্রান্তের সংখ্যা ছিল ২৪ জন। এ হিসেব বিগত ৭২ ঘন্টায় আক্রান্তের সংখ্যা পূর্ববর্তি একই সময়ের প্রায় ৪ গুনের কাছে।
তবে গত তিনদিনে দক্ষিণাঞ্চলে আক্রান্ত ৭২ জনের মধ্যে বৃহস্পতিবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায়ই আক্রান্ত হয়েছেন ৪৬ জন। যার মধ্যে বরিশাল জেলাতেই আক্রান্তের সংখ্যা ৩৪। আর এ ৩৪ জনের মধ্যে মহানগরীতে করোনা সংক্রমনের শিকার হয়েছেন ৩০ জন। দক্ষিণাঞ্চলে করোনার ‘হট স্পট’ বরিশাল মহানগরীর পরিস্থিতি ক্রমে ভয়াবহ পরিস্থিতির দিকে এগুলেও তা নিয়ে জেলা ও নগর প্রশাসন ছাড়াও স্বাস্থ্য বিভাগেরও কোন তৎপড়তা লক্ষণীয় নয়। তবে গত ৭২ ঘন্টায় ৫৬ জন সহ দক্ষিণাঞ্চলে মোট সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ৮৭২ জন। পূর্ববর্তি ৭২ ঘন্টায় সুস্থ্য হয়ে ওঠার সংখ্যাটা ছিল ৩৫। সুস্থতার হার এখন ৯৩.৫৬%।
তবে এখনো দক্ষিণাঞ্চলে করোনা নমুনা পরিক্ষার সংখ্যার কোন উন্নœতি হয়নি। বৃহস্পতিবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪৯ জনের নমুনা পরিক্ষায় ৪২ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। আক্রান্তের হার প্রায় ৩০%-এ কাছে। অপরদিকে ভোলা জেলা হাসপাতালে ২৯ জনের মধ্যে দুজনের করোনা পজিটিভ সনাক্ত হয়। আক্রান্তের হার ১%-এর নিচে। দুদিন পরে বৃহস্পতিবারেই বরিশালে নমুনা পরিক্ষার সংখাটা কিছু বেশী হলেও তা এখনো কাঙ্খিত মাত্রায় নয় বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকগন। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের হিসেব অনুযায়ী এখনো দক্ষিণাঞ্চলে করোনা পজিটিভ সনাক্তের গড় হার ১৭.১২%।
বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর সংখ্যাও ক্রমাগত বাড়ছে। বৃহস্পতিবার সকালে হাসপাতালটির করোনা ওয়ার্ডে ২৩ জন, আইসোলেশনে ২৪ ও আইসিইউ’তে ৭জন চিকিৎসাধীন ছিলেন। অথচ গত ৭২ ঘন্টার পূর্ববর্তি ২৬ অক্টোবর এ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৬জন, আইসোলেশন ১৭ জন এবং আইসিইউ’তে ৪ জন চিকিৎসাধীন ছিলেন।
স্বাস্থ্য বিভাগের হিসেবনুযায়ী গত ৭২ ঘন্টায় বরিশাল জেলায় করোনা সংক্রমিত হয়েছেন ৪৭ জন। যার অন্তত ৪০জনই মহানগরীতে। জেলাটিতে এ পর্যন্ত সর্বমোট ৩,৮১৫ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ৭২ জন। পটুয়াখালীতেও গত ৭২ ঘন্টায় নতুনকরে ১৫জন সহ মোট আক্রান্তের সংখ্যা ১,৫১৩জন। মৃত্যু হয়েছে ৩৮জনের। ভোলাতে গত ৩দিনে নতুনকরে ৬ জন আক্রান্তের ফলে মোট সংখ্যাটা দাড়িয়েছে ৭৮১। মারা গেছেন ৭জন। বরগুনাতেও এসময়ে নতুন দুজন আক্রান্ত হলেও বৃহস্পতিবারের আগের দুদিন কোন সংক্রমনের খবর ছিলনা। জেলাটিতে এ পর্যন্ত মোট ৯৩১ জন আক্রান্তের মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। ঝালকাঠীতে গত ৭২ ঘন্টায় ১জন আক্রান্ত হলেও বুধ ও বৃহস্পতিবারে নতুন করে কোন আক্রান্তের খবর ছিলনা। জেলাটিতে এ পর্যন্ত ৭২৭ জন আক্রান্তের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।