Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০২২-এর মে’তে ‘লিগালি বøন্ড থ্রি’ মুক্তি পাবে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

‘লিগালি বøন্ড’ ফিল্মের দীর্ঘ প্রতীক্ষিত তৃতীয় কিস্তি ২০২২-এর মে মাসে মুক্তি পাবে বলে স্থির হয়েছে। এমজিএম স্টুডিওস এল উডসের ভূমিকায় রিজ উইদারস্পুনের একটি গিফ ইমেজ টুইটারে শেয়ার করে টুইট করেছে : “এল উডস ফিরেছ! ‘লিগালি বøন্ড থ্রি’ মে, ২০২২-এ আসছে। আমরা আমাদের মামলা উঠিয়ে নিলাম।” এর আগে বিভিন্ন প্রতিবেদনে ‘লিগালি বøন্ড’ সিরিজে রিজ উইদারস্পুনের ফেরার আভাস দেয়া হয়েছিল, তবে প্লটের বিষদ জানান হয়নি। তখন জানান হয় মূল কাহিনীকার কার্স্টেন ‘কিউই’ স্মিথ আর ক্যারেন ম্যাকালা নতুন পর্বের জন্য কাজ করবেন। আরও প্রকাশ করা হয় ২০২০-এ তৃতীয় পর্বটি মুক্তি পাবে। তবে করোনার কারণে কাজ আর এগোয়নি। স¤প্রতি জানা গেছে চিত্রনাট্য লেখার জন্য মিন্ডি ক্যালিং আর ড্যান গুরকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রথম পর্ব ‘লিগালি বøন্ড’ মুক্তি পেয়েছিল ২০০১-এ। পরের পর্ব ‘লিগালি বøন্ড টু : রেড হোয়াইট অ্যান্ড বøন্ড’ মুক্তি পায় ২০০৩-এ। এর কাহিনী এক স্বর্ণকেশী তরুণী এল উডসকে নিয়ে যাকে তার সৌন্দর্য ছাড়া কোনও ব্যাপারে আমল দেয়া হয় না। তার প্রেমিক তাকে ছেড়ে হার্ভার্ড ল স্কুলে চলে গেলে সেই সেখানে ভর্তি হবার সিদ্ধান্ত নেয় এবং সফল হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিজ

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ