Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় হিসনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২০, ১১:৫৯ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে হিসনা নদী থেকে আব্দুল্লাহ (২০) নামে এক হোটেল কর্মচারী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার আল্লারদর্গা চামনাই ঘোষপাড়া এলাকার হিসনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে মথুরাপুর বড়বাজার এলাকার হাবুলের ছেলে। আব্দুল্লাহ্ আল্লারদর্গা বাজারের মুক্তার ঘোষের মিষ্টির দোকান ও হোটেলের কর্মচারী ছিল এবং মুক্তার ঘোষের বাড়িতেই থাকতো।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে আব্দুল্লাহ চামনাই ঘোষপাড়ার মুক্তার ঘোষের বাড়ি থেকে হিসনা নদীতে গোসল করতে গিয়ে সে আর ফিরে আসেনি। সন্ধ্যার সময় তার লাশ হিসনা নদীতে ভাষতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর পুলিশ আব্দুল্লাহ'র লাশ উদ্ধার করে থানায় নেয়।

এলাকাবাসীর ধারণা আব্দুল্লাহ নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। তবে নিহতের পরিবারের লোকজনের দাবি আব্দুল্লাহকে হত্যা করে লাশ হিসনা নদীতে ফেলে দিয়েছে।

লাশের ময়নাতদন্তের পর হত্যা না পানিতে ডুবে মৃত্যু তা নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ